কিশোরগঞ্জে শীতের প্রকোপ বৃদ্ধিতে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে শুকনো খাবার দেয়া হয়েছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে এ শুকনো খাবার দেয়া হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো: মোস্তাক সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল।
এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী, নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিউল ইসলাম।
উল্লেখ্য, শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা পেয়েছেন ২৯০টি পরিবার। শুকনো খাবারের মধ্যে রয়েছে, চাল ১০ কেজি, ডাল ১ কেজি, লবন ১ কেজি, তেল ১ লিটার, নুডুলস ১ প্যাকেট (৫০০ গ্রাম স্টিক), চিড়া ২ কেজি, চিনি ১ কেজি।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.