কালিয়াকৈর

কালিয়াকৈরে উপজেলা নির্বাচন কর্মকর্তাদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচী

জাতীয় পরিচয় পত্র(এনআইডি) সেবা র্নিবাচন কমিশনের অধীনে রাখতে সারা দেশের ন্যায় গাজীপুরের কালিয়াকৈরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করেছে উপজেলা নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তা ও কর্মচারীরা ।

বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাচন অফিসের সামনে ১১ টা থেকে দুপুর ১ পর্যন্ত এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করা হয় । এ সময় এনআইডিসহ সব ধরনের সেবা বন্ধ রয়েছে।

আগামী ১৮ মার্চের মধ্যে বিদ্যমান আইন বাতিল করে এনআইডিকে নির্বাচন কমিশনের কাছে নাস্ত করতে দৃশ্যমান পদক্ষেপ না দেখলে আগামী বুধবার সারাদেশে কর্মবিরতি পালন করা হবে বলে তারা হুঁশিয়ারি দেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, আমরা ১১টা থেকে অবস্থান কর্মসূচি করছি এবং সবাই তা পালন করছে। ভোটারের সব ব্যক্তিগত তথ্যের হেফাজতকারী নির্বাচন কমিশন। আমাদের দাবি এনআইডি নির্বাচন কমিশনেই থাকবে।

তিনি বলেন আরো বলেন আগামী মঙ্গলবার পর্যন্ত সময় দিচ্ছি এর মধ্যে দৃশ্যমান কোনো পদক্ষেপ না হলে ১৯ মার্চ সারা দেশে সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত তিন ঘণ্টা কর্মবিরতি পালন করা হবে।

মানববন্ধনে- ‘এক দুই তিন চার, এনআইডির পিছু ছাড়,’ ‘দাবি মোদের একটাই ইসির অধীনে এনআইডি চাই,’ ‘ভোট চুরির ধান্ধা বন্ধ কর, এনআইডির পিছু ছাড়,’ ‘এনআইডি রাজনৈতিক হাতিয়ার নয়, এটি ইসির অধিকার; ইসির অধীনে এনআইডি, জনগণের নিরাপত্তার গ্যারান্টি  দেওয়া হয়।

গত বুধবার ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন ,আপাতত জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশনের অধীনে থাকলেও ভবিষ্যতে তা স্বাধীন সংস্থার অধিনে যেতে হবে ।

এর পরিপ্রেক্ষিতে বুধবার দুপুরে বাংলাদেশ ইলেকশন কমিশন অফির্সাস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ’স্ট্যান্ড ফর এনআইডি’কর্মসূচী ঘোষনা দেয় ।এর ন্যায় সারা দেশে বেলা ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এনআইডির সব কর্মকর্তা –কর্মচারীরা নিজ অফিসের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচীর সিধান্ত জানায় ।

গতকাল দুপুরে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ‘স্ট্যান্ড ফর এনআইডি’ কর্মসূচি ঘোষণা দেয়। আজ দুপুর থেকে ১টা পর্যন্ত এনআইডির সব কর্মকর্তা-কর্মচারীরা সারা দেশে নিজ অফিসের সামনে মানববন্ধন করার সিদ্ধান্ত জানায়।

এছাড়াও ৯টা থেকে বারোটা পর্যন্ত অপারেশনাল হল্ট কর্মসূচির সময় কর্মবিরতি থাকায় এনআইডি সেবা বন্ধ থাকবে বলেও জানানো হয়।
মানববন্ধন ও অবস্থান কর্মসূচীতে এসময় অংশ নেয় উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা সায়মা খাতুন,ইকবাল হোসেনসহ এনআইডি অফিসের সকল কর্মকর্তা কর্মচারী ও সেবা প্রাপ্তিরা ।

Author

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker