গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রায় মাহে রমজান ও ঈদ উপলক্ষে মহাসড়ক যানজটমুক্ত ও নিরাপদ রাখার লক্ষ্যে বুধবার (১২ মার্চ) দুপুরে পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের সাথে হাইওয়ে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
নাওজোড় হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রইছ উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সহ সম্পাদক ও বালাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের সাধারন সম্পাদক হুমায়ুন কবির খান,বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মটর মালিক সমিতির সভাপতি মোঃ রইজ উদ্দিন,
যুগ্ন সাধারন সম্পাদক হোসেন আলী,জেলা সড়ক পরিবহন ও শ্রমিক সমিতির সাংগঠনিক সম্পাদক দেওয়ান জসিম উদ্দিন,জেলা মটর মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মিনার উদ্দিন মিনার প্রমুখ ।
এসময় বক্তারা বলেন, মাহে রমজান ও ঈদকে ঘিরে মহাসড়কে যানজট নিরসনে পুলিশ, পরিবহন মালিক ও শ্রমিকদের সমন্বিত উদ্যোগ জরুরী। যাত্রীদের নিরাপত্তা ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
এছাড়াও যানজটমুক্ত ও নিরাপদ মহাসড়ক নিশ্চিত করতে শ্রমিকদের সচেতনতা ও শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার মাধ্যমে যাত্রীদের স্বস্থি নিশ্চিত করা সম্ভব।বক্তারা আরো বলেন মহাসড়কে যানজট মুক্ত রাখতে ঈদের পাচদিন আগে সকল প্রকার ব্যাটারি চালিত যানবাহন,সিএনজি উল্টোপথে আসা বন্ধ থাকবে,আজমেরী পরিবহন,তাকওয়া পরিবহন,ও বনশ্রী পরিবনের বাস গুলো চন্দ্রা উড়ালসেতুর ওই পাশে যাবেনা ।
ঈদের তিনদিন আগে চন্দ্রার সকল বাস টিকেট কাউন্টার বন্ধ থাকবে ।এছাড়াও লোকান যানবাহন গুলো চন্দ্রার লোকাল লেনে দাড়িয়ে না থেকে চন্দ্রা সরকারি কলেজ ও স্কুলের মাঠ ব্যবহার করবে এতে করে যানজট মহাসড়কে কম থাকবে। আর যাত্রীদের নির্বিঘেœ যাতায়াতে পুলিশ এর পাশাপাশি সড়ক পরিবহনের পক্ষ থেকে কমিউনিটি পুলিশ মেতায়েন থাকবে ।
সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সড়ক পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ। তারা যানজট নিরসনে করণীয় বিভিন্ন পদক্ষেপ নিয়ে মতবিনিময় করেন এবং রমজান ও ঈদকে ঘিরে যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন।