গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় বন্ধ কারখানা খুলে দেয়ার দাবিতে মঙ্গলবার সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গ্লোবোস গার্মেন্টস লিমিটেড কারখানার শ্রমিকরা।
এসময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে বেলা দশটার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে সড়কে যানচলাচল স্বাভাবিক হয়।
শ্রমিকরা ও পুলিশ সূত্র জানায় গত শনিবার গ্লোবোস কারখানায় কর্মরত অবস্থায় এক শ্রমিকের গায়ে হাত তুলেন কারখানার লাইনচিপ । এ ঘটনাকে কেন্দ্র করে ওই দিন লাইনচিপ ও সুপারভাইজার সহ কয়েকজন কর্মকর্তাকে পিটিয়ে আহত করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এসময় শ্রমিকরা সকাল থেকে বিকাল পর্যন্ত কর্মবিরতি রাখে শ্রমিকরা।
পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে সেদিনের মতো পরিস্থিতি নিয়ন্ত্রণ আসলেও পরের দিন সকাল শ্রমিকরা কাজে যোগ দিতে এসে কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণার নোটিশ দেখতে পায়।
এ ঘটনা একদিন পর মঙ্গলবার সকালে কারখানা খুলে দেওয়ার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসলে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে যায় ।
এ বিষয়ে শ্রমিকদের বক্তব্য নিতে চাইলে গণমাধ্যমের উপর চড়াও হয় শ্রমিকরা। গ্লোবোস কারখানার শ্রমিকরা ঢাকা- টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করায় মৌচাক ও সফিপুর অঞ্চলের কমপক্ষে ১০ টি পোশাক তৈরিরর কারখানা ছুটি দিয়ে দেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন সকালে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে পরবর্তীতে পুলিশ ও সেনাবাহিনী আসলে শ্রমিকরা মিছিল দিতে দিতে সফিপুর বাজারের দিকে চলে যান । বর্তমানে ঢাকা-টাকাল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে ।