গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দরা বোডমিল এলাকায় সোমবার দুপুরে র্পূব চান্দরা ক্রিকেট টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। র্পূব চান্দরা স্পোটিং ক্লাবের আয়োজনে ও পৌর ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সারোয়ার হোসেন আকুলের উদ্যোগে এ খেলা অনুষ্ঠিত হয় ।
জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মোঃ সাইজুদ্দিন আহমেদের সভাপতিতে অনুষ্ঠিত ক্রিকেট ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা ভাষানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিন(বিজ্ঞান অনুষদ) ইকবাল মাহমুদ,অধ্যপক দেলোয়ার জাহান, জেলা জুডিসিয়াল জজ সার্ভিস সুলতান উদ্দিন প্রধান প্রমুখ ।
এসময় উপস্থিত ছিলেন চন্দ্রা সরকারি কলেজের অধ্যক্ষ সুফিয়া বেগম,পৌর ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আহাদ আলী মুন্সি,র্মডান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা:বখতিয়ার,কালিয়াকৈর পৌরসভার নিবার্হী কর্মকর্তা জাহিদ হাসান,কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক জুলফিকার জনি,সাবেক কাউন্সিলর শামসুল আলম সরকার,রিয়াজুল উদ্দিন রিয়াজ সহ দুরদুরান্ত থেকে আগত দর্শকবৃন্দ ও এলাকাবাসীরা ।
পূর্ব চান্দরা ক্রিকেট টুনামেন্টের ফাইনাল খেলায় আবরন জায়ান্ট বরিশাল বনাম বালিয়া বাইকিং ঢাকা অংশ নেয় ।খেলায় বানিয়া বাইকিং ঢাকাকে ৭/২৬০ রানে র্টাগেটে ৪৩ রানে পরাজিত হয় আবরন জায়ান্ট বরিশাল দলের কাছে ।এ খেলায় আটটি বিভাগ থেকে ৮ টি দল মাসব্যপি এ টুনামেন্টে অংশ নেয় ।