গাজীপুরের কালিয়াকৈরের তেলিরচালা এলাকার ট্রান্সকম বেভারেজ লিমিটেড কারখানায় ছাটাইকৃত শ্রমিকদের পূর্ন বহালের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করে হামলা ভাংচুর ও অশান্ত পরিবেশ সৃষ্টি করার দুটি মামলায় ২৩ শ্রমিককে গ্রেফতার করা হয়েছে। রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে কালিয়াকৈর থানা পুলিশ। সোমবার গ্রেফতারকৃতদেও আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত শ্রমিকরা হচ্ছে ফজলে রাব্বি(২৩),রাশেদ রনি(২৮),সবুজ সিকদার(৩২),জাহিদুল ইসলাম(৩৪), শামীম হোসেন (২৬), বিল্লাল হোসেন(৩২), তাফসির আহম্মেদ(২১), ফেরদৌস মিয়া(২৬), শান্ত হোসেন(২৩), মাহবুবুর রহমান(৩৫), মোতালেব হোসেন(২৬), মোসতাকিম খান(২৬), আব্দুর রহমান(২৩), সবুজ মিয়া(৩০), মাজাহারুল আলম বিপ্লব (৪২), খোকন(২৩), রবিন(২৬), ইমন ইসলাম(২৪), আবিদ রহমান প্রান্ত(২৭), টলিন মুনসী(৩৪), জসিম হওলাদার(৩৫), আলমগীর হোসেন(২৯), বিশ^জিত মন্ডল(২৪)।
পুলিশ সুত্রে জানা যায়, কালিয়াকৈরের তেলিরচালা এলাকার ট্রান্সকম বেভারেজ লিমিটেড কারখানায় গত শনিবার বিভিন্ন দাবি আদায়কে কেন্দ্র করে কারখানায় হামলা চালিয়ে কর্মকর্তাদের মারধর ও ভাংচুরসহ অশান্ত পরিবেশ সৃষ্টি করে। এঘটনায় গত রোববার রাতে পৃথক দুটি মামলায় অর্ধশত শ্রমিককে আসামী কওে মামলা দায়ের করা হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রিয়াদ মাহমুদ বলেন, ট্রান্সকম বেভারেজ কারখানায় অশান্ত পরিবেশ সৃষ্টি ও কারখানার কর্মকর্তাদের মারধর কওে আহত করার মামলায় কারখানার ২৩ জন শ্রমিককে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।