গাজীপুরের কালিয়াকৈরে গলায় ফাঁস দিয়ে নুসরাত জাহান তুলি(২২) কলেজ শিক্ষার্থী ঘরের আড়ার সাথে গলায় উড়না পেচিয়ে আত্মহত্যা করেছেন ।
সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে । মঙ্গলবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ ।
নিহত ওই কলেজ শিক্ষার্থী হলেন উপজেলার মৌচাক ইউনিয়নের হাবীবপুর গ্রামের নুর বক্সের মেয়ে। সে রাজধানীর তিতুমীর কলেজের অর্নাস ফাইনাল বর্ষের ছাত্রী ছিলেন ।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায় নুসরাত জাহান তুলির বাবা মা দুজনেই আনসার ব্যাটালিয়নে চাকরী করেন ।গত জানুয়ারি মাসে ওই কলেজ শিক্ষার্থীর বিয়ে ঠিক হয় ।
এদিকে এ বিয়েতে রাজি না থাকায় গত কয়েকদিন ধরে পরিবারের সাথে মনমানিল্য হয়ে আসছে। এ ঘটনার জেরেই সোমবার দিবাগত রাতে সাড়ে এগারোটার দিকে নিজ কক্ষের আড়ার সাথে গলায় উড়না পেচিয়ে আত্মহত্যার চেষ্টা করে।
পরে পরিবারের সদস্যরা বিষয়টি টেড় পেয়ে ওই কলেজ শিক্ষার্থীকে উদ্ধার করে আনসার একাডেমির হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন ।
পরে খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় কালিয়াকৈর থানার পুলিশ ।
এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন। কালিয়াকৈর থানার উপ-পরির্দশক মো: সানোয়ার হোসেন বলেন শিক্ষার্থীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠানো হয়েছে ।এ বিষয়ে অপমৃত্যুর মামলা হয়েছে ।