গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথের সামনে থেকে শনিবার(১ ফেব্রুয়ারী বিকালে বিকাশ ,রকেট ও এটিএম র্কাডের গোপন পিন জালিয়াতি ও হ্যাকিং চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ।পরে রবিবার দুপুরে গ্রেফতারকৃত ব্যাক্তিকে গাজীপুর জেল হাজতে পেরন করা হয় ।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ঘেগার বাজার নয়নপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে একলাস আলী (৩৩) ।
তিনি দীর্ঘদিন যাবত ধরে উপজেলার বিভিন্ন স্থানে এটিএম বুথ ও বিকাশ রকেটের দোকানের পাশে লুকিয়ে থেকে গ্রাহকরে পিন নাম্বার জালিয়াতি করে গ্রাহকের টাকা আতœস্যাৎ করে আসছিলেন ।
পুলিশ সূত্র জানায় বিভিন্ন সময় এটিএম বুথ,বিকাশ রকেটের দোকান থেকে আড়ালে ফোন নাম্বার হ্যাক করে এবং গোপনে বিকাশ রকেটের পিন জালিয়াতি করে গ্রাহকদের টাকা আত্বস্যাৎ করে আসছেন ।গত ২০২৪ সালের ৬ অক্টোবর সফিপুর বাজার ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলনের সময় মঞ্জু মিয়া নামের এক ব্যাক্তির গোপনে পিন নাম্বার সংগ্রহ করেন একলাস আলী ।
পরে সেই পিন নাম্বার হ্যাক ৫০০০ টাকা আত্বস্যাৎ করেন গ্রেফতারকৃত ব্যক্তি ।পরে নিজ একাউন্ট থেকে হটাৎ ৫০০০ টাকা কেটে নেওয়ায় পরে ব্যাংকের মাধ্যমে জানতে পারেন হ্যাকার তার টাকা আত্বস্যাৎ করেছে ।পরে মঞ্জু মিয়া বাদী হয়ে কালিয়াকৈর থানায় অভিযোগ করেন ।
এদিকে ঘটনার বিষয়টির সিসি ফুটেজ নিয়ে তদন্তে নামে পুলিশ ।এদিকে শনিবার একই স্থানে এটিএম কার্ডের পিন জালিয়াতি করে গ্রাহকের টাকা উত্তোলনের সময় একলাস কে হাতে নাতে আটক করে মৌচাক ফাঁড়ি পুলিশ ।পরে রবিবার দুপুর ১২ টার দিকে তাকে গাজীপুর জেল হাজতে প্রেরন করা হয় ।
মৌচাক ফাঁড়ি ইনর্চাজ মহিদুল ইসলাম বলেন গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে বিকাশ রকেটের গ্রাহকদের গোপন পিন নাম্বার হ্যাক করে টাকা আত্বস্যাৎ করে আসছেন ।পরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে সফিপুর বাজার ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথের সামনে থেকে হাতেনাথে গ্রেফতার করে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।