গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় মঙ্গলবার ভোরে সাড়ে পাচটার দিকে এপেক্স ল্যানজারী ইউনিট-২ কারখানার শ্রমিকবাহী বাসে হামলা চালিয়েছে ডাকতা দলের সদস্যরা ।
এ ঘটনায় ওই কারখানার নিরাপত্তা কর্মীসহ চারজন আহত হয়েছেন ।পরে আহত শ্রমিকদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এলাকাবাসী ।
আহত শ্রমিকরা হলেন ওই কারখানার নিরাপত্তা কর্মী মিন্টু চন্দ্র দাস(৪০),অপারেটর রেজাউল করিম (৩৮),মো মামুনুর রশিদ(৩৫),মোঃ আপেল হোসেন (৪১), ও আসাদুল সরকার(৪৫) ।
কারখানার কতৃপক্ষ ও পুলিশ সূত্র জানায় মঙ্গলবার ভোরে সাড়ে পাচটার দিকে উপজেলার সুরিচালা বাজার থেকে কালামপুরস্থ এপেক্স ল্যানজারী ইউনিট-২ কারখানার শ্রমিকবাহী বাস শ্রমিকদের নিয়ে কারখানার উদ্যেশে যাচ্ছিলেন পথে মধ্যে বড়ইবাড়ি টু চন্দ্রা আঞ্চলিক সড়কের কালামপর উত্তর সিনাবহ এলাকার সোহাগ পল্লীর সামনে আসলে ৭/৮ জন ডাকাত দলের সদস্য চলতি বাসের জানালার কাচ ভাংচুর করে ।
এসময় গাড়ির গতি একটু কমালে ডাকাত দলের সদস্যরা গাড়িতে উঠে শ্রমিকদের দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে মোবাইল ফোন ,নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায় ।এসময় শ্রমিকদের ডাক চিৎকারে আসে পাশের লোকজন এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন ।
কারখানার কর্মকর্তা রহমত আলী জানান পুলিশকে বিষয়টি আমরা অবগত করেছি ।এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে প্রস্ততি চলছে ।
কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন ঘটনাস্থল পরির্দশন করা হয়েছে ।ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ।