কালিয়াকৈরে ছাত্র শ্রমিক কোন্দলে মহাসড়কে দুই ঘন্টা যানচলাচল বন্ধ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিশ্বাসপাড়া এলাকায় রবিবার দুপুরে স্টারলিং কারখানার সামনে মহাসড়ক পারাপারের সময় ওই কারখানার শ্রমিকদের সাথে স্থানীয় আরিফ কলেজের ছাত্রদের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শ্রমিকরা ।
এসময় মহাসড়কের দুই পাশেই দীর্ঘ ৫ কিলোমিটার এলাকাজুরে ২ ঘন্টা যানচলাচল বন্ধ থাকে। এতে ভোগান্তীতে পড়ে দূর পাল্লার যাত্রীসহ সাধারন পথচারীরা। পড়ে কালিয়াকৈর থানা পুলিশের হস্তক্ষেপে বিকাল চারটার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয় ।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায় রোববার দুপুর দুইটার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিশ্বাসপাড়া এলাকায় মহাসড়কের সড়ক বিভাজনের কাটা দিয়ে স্টারলিং কারখানার শ্রমিকদের দুই পাশে রশি বেধে পারাপারে সময় আরিফ কলেজের শিক্ষার্থীদের কয়েকটি মাইক্রোবাস যাওয়ার পথে সিগনালে পড়েন ।
এসময় শ্রমিক পারাপারের দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীদের সাথে হাতাহাতির ঘটনা ঘটলে ছাত্ররা গাড়ি নিয়ে চলে যায় ।এর কিছুক্ষন পর ওই কারখানার প্রায় দের হাজার শ্রমিকরা নিরাপত্তাকর্মীদের উপর হামলার ঘটনায় ক্ষিপ্ত হয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে ।এসময় ঢাকা টাঙ্গাইল মহসড়কে দুই ঘন্টা যানচলাচল বন্ধ থাকে । পরে কালিয়াকৈর থানা পুলিশের সহযোগীয় বিকাল চারদিকে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয় ।
কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন ছাত্রদের সাথে স্টারলিং কারখানার শ্রমিকদের সাথে ঝামেলা হলে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে। পরে আমরা শ্রমিকদের বুঝিয়ে শুনিয়ে মহাসড়ক থেকে সড়িয়ে যানচলাচল স্বাভাবিক করা হয় ।