কালিয়াকৈর
কালিয়াকৈরে পৌষ পার্বনের পিঠা উৎসব অনুষ্ঠিত
”নতুন ধানে নতুন প্রানে চলো মাতি পিঠার গানে ”এই প্রতিপাদ্য কে সামনে রেখে ও গ্রামীন পিঠা উৎসবের আমেজ ফিরিয়ে আনতে গাজীপরের কালিয়াকৈরে রতনপুর সেন্ট্রাল স্কুলে বুধবার দিনব্যাপি পৌষ র্পাবনের পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে ।
পিঠা উৎসবের উদ্বোধন করেন ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক রাকিব উল ইসলাম ,এসময় অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ.উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক এড.আনিসুর রহমান সরকার প্রমূখ ।
পিঠা উৎসবে ১২ টি স্টলে প্রায় শতাধিক ধরনের পিঠা স্থান পায় । এসময় শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে আগত পিঠা প্রেমিদের পদচারনায় পিঠা উৎসবে আনন্দ মুখরিত হয় ।পরে সন্ধ্যায় স্কুলের শিক্ষার্থীদের অংশ গ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।