কালিয়াকৈরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক রতনপুর এলাকায় মঙ্গলবার দিন ব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে ।ফ্রি মেডিকেল ক্যাম্পিয়ানে এসময় রক্তের গ্রুপ র্নিনয়,হেলথ চেকাপ,ডায়বেটিকস চেকাপ,সহ কয়েকটি রোগের প্রায় ১০০০ জনের মাঝে ফ্রি চিকিৎসা দেয়া হয় ।
রতনপুর সেন্ট্রাল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক রাকিব উল ইসলাম এর আয়োজনে ও ল্যাব ওয়ান হাসপাতাল ও ল্যাব ওয়ান ডায়াগনষ্টিক সেন্টারের সৌজন্যে রতনপুর সেন্ট্রাল স্কুল মাঠে এ ফ্রি মেডিকেল ক্যাম্পিয়ন অনুষ্টিত হয় ।
ফ্রি মেডিকেল ক্যাম্পে এসময় উপস্থিত ছিলেন ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক রাকিব উল ইসলাম, ল্যাব ওয়ান হাসপাতালের জেনারেল ম্যানেজার শহীদুল ইসলাম,মার্কেটিং ম্যানেজার আবু হাসান,অডিট অ্যান্ড কর্পোরেট ম্যানেজার সোহান আসফিয়াক চৌধুরী,মেডিকেল অফিসার ডাঃ রেদওয়ানুল আকবর টুটুল,ডা: সুমন,ডা: সুিঞ্চতা প্রমুখ । এসময় আরো উপস্থিত ছিলেন ওই হাসপতালের অন্যন্য কর্মকর্তা বৃন্দ ।