গাজীপুরের কালিয়াকৈরে পৌর মাধ্যমিক শিক্ষক সমিতির কার্য্যকারী পরিষদ গঠন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কালিয়াকৈর বাজার নিউ মার্কেট এলাকায় সোহাগ কনভেনশন হলে দেওয়ান মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিষদ গঠন অনুষ্ঠানে এসময় বক্তব্য রাখেন আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জলিল উদ্দিন,করটিয়া সরকারি শাহাদাত কলেজের প্রফেসর মোঃ শাহজাহান আলী, জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক আনন্দ কুমার দাস,
মালেক মেমোরিয়াল গার্লস স্কুলের সাবেক প্রধান শিক্ষক তাজউদ্দিন খান, সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল ্অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাবিবুর রহমান,মজিদ চালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুখলেছুর রহমান প্রমুখ ।
কালিয়াকৈর পৌর মাধ্যমিক শিক্ষক সমিতির কার্য্যকারী পরিষদের আহবায়ক দেওয়ান মোয়াজ্জেম হোসেন,সহ সভাপতি ফুলকুঁিড় কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক এম তুষারী ও গ্রাম বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক নাজমুল হক কে সাধারন সম্পাদক করে ২১ সদস্য এর কমিটি গঠন করা হয় ।