কালিয়াকৈরে সিহান হত্যাকারীদের ফাসিঁর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় শুক্রবার বিকালে মেধাবী শিক্ষার্থী তাজভীর হোসেন সিহান হত্যাকারীদের বিচারে দাবিতে মানববন্ধন করেছে মৌচাক স্কাউট স্কুল এন্ড কলেজ শিক্ষা পরিবার ও এলাকাবাসী ।
এসময় মানববন্ধনে হত্যাকান্ডের পেছনে জড়িত ব্যক্তিদের দ্রত গ্রেফতার এবং বিচারের আওতায় আনা ,একটি স্বাধীন ,নিরপেক্ষ ও সঠিক তদন্ত প্রক্রিয়া নিশ্চিত করা সহ পাচঁ দফা দাবি জানিয়ে থানা ওসি বরাবর একটি স্বারকলিপি প্রদান করেন মানববন্ধনকারীরা ।
মৌচাক স্কাউট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজহারুল ইসলামের সভাপতিত্বে এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত সিহানের মা ও মৌচাক স্কলের শিক্ষিকা শিরিন সুলতানা,প্রভাসক উজ্জল চন্দ্র সরকার,প্রভাসক উত্তম কুমার সাহা,ম্যানেজিং কমিটির সদস্য মুকুল ফকির,প্রভাসক জান্নাতুল নাইমা, সিনিয়র শিক্ষক আবু বক্কও সিদ্দিক,সিনিয়র শিক্ষক জামাল হোসেন,শিক্ষিকা নুসরাত জাহান ,প্রাক্তন শিক্ষার্থী তাহেরা মুসাফিক হাবিবা,রাসেল দিপু,ইমন সরকার প্রমূখ ।
উল্লেখ গত ১৩ ডিসেম্বর ভোরে সোয়া পাচটার দিকে উপজেলার মৌচাক বাসস্ট্যান্ড এলকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে হানিফ স্পিনিং মিলের গেইটে রাজধানী উত্তরা অফিসে যাওয়ার পথে মেধাবী শিক্ষার্থী তাজভীর হোসেন সিহানকে র্নিমম ভাবে ছুড়িকাঘাত করে হত্যা করে ছিনতাইকারীরা ।
এসময় ছিনতাইকারীরা তার সাথে থাকা মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা ।পরে খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় ।ঘটনার দিন সকালেই নিহতের পিতা তানভির হোসেন নান্নু বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন ।
এ চাঞ্চল্যকর হত্যাকান্ডের ঘটনায় সপ্তাহ পড়েই পুলিশ ছিনতাই হওয়া সিহানের মোবাইল ফোনের সূত্র ধরে ছয় ছিনতাইকারি কে গ্রেফতার করে গাজীপুর জেল হাজতে প্রেরন করে পুলিশ ।