কালিয়াকৈরে বিয়ের চারদিন পর কলেজ ছাত্রের আত্মহত্যা
গাজীপুরের কালিয়াকৈর উত্তর বক্তারপুর জানেরচালা এলাকায় বুধবার সকালে বিয়ের চারদিন পর সিয়াম হোসেন(২০) নামের কলেজ ছাত্র ঘরের আড়ার সাথে গলায় উড়না পেচিয়ে ঘটনা ঘটেছে ।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন ।খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় ।
নিহত ওই কলেজ ছাত্র রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার নওদাপাড়া গ্রামের আবু সাইদের ছেলে ।তারা স্বপরিবারে উপজেলার উত্তর বক্তারপুর এলাকার রয়েলগ্রীন কারখানার কলোনীতে থেকে কালিয়াকৈর ডিগ্রি কলেজের একাদশ শ্রেনীর দ্বিতীয় বর্ষের ছাত্র ।তার বাবা রয়েলগ্রীন কারখানার শ্রমিক ।
স্থানীয়রা,নিহতের পরিবার ও পুলিশ সূত্র জানায় নিহত কলেজ ছাত্র তার সহপাঠি একই এলাকার রতন মিয়ার মেয়ে রুমা আক্তারের সাথে প্রেমের সর্ম্পক গড়ে উঠলে গত ৪ জানুয়ারী তাদের পারিবারিক ভাবে বিয়ে হয় ।
এ বিয়ের চার দিনের পর বুধবার সকালে ওই কলেজ ছাত্রের বাবা কাজে চলে গেলে ফাকা বাসা পেয়ে ঘড়ের আড়ার সাথে গলায় উড়না পেচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তার স্ত্রী ।
পরে স্ত্রীর আতœচিৎকারে আসে পাশের লোকজন এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।পরে বিষয়টি পুলিশকে জানালে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ ।
কালিয়াকৈর থানার পরির্দশক (অপারেশন) মোঃ যুবায়ের জানান লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠানো হয়েছে ।এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা রজু করা হয়েছে ।