কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে নারীসহ দুই জনের মৃত্যু
গাজীপুরের কালিয়াকৈরে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে নারীসহ দুইজন নিহত হয়েছেন ।রবিবার দুপুরে মৌচাক রেলস্টেশনের ধোপাচালা এলাকায় উত্তরবঙ্গের পঞ্চগড়গামী একতা এক্সপ্রেক্স ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা(৬৫) বৃদ্ধের মৃত্যু হয়েছে ।অপরদিকে একই রেললাইনের ভান্নারা নছের মার্কেট এলাকায় অজ্ঞাত ট্রেনে কাটা পড়ে এক নারীর(৪৫) মৃত্যু হয়েছে।
দুই মরদেহের পরিচয় এখনো সনাক্ত করতে পারেনি পুলিশ ।খবর পেয়ে সন্ধ্যায় দুই মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে জয়দেবপুর রেলওয়ে ফাড়িঁ পুলিশ। এদিকে ওই নারীর পড়নে ছিলো লাল খয়েরি ম্যাক্সি ও কালো পায়জামা। এর বৃদ্ধেও পড়নে ছিলো সাদা নীল চেক লুঙ্গী ও নীল রঙ্গের চাদও ।
মৌচাক রেলস্টেশন কর্মকর্তা হারুন অর রশিদ এর বরাদ দিয়ে জানাযায় রোববার দুপুরে বারোটার দিকে ওই বৃদ্ধ মৌচাক রেলস্টেশন থেকে অদুরে ধোপাচালা এলাকায় ২৪ নং রেলব্রীজের পাশে বসে ছিলেন এসময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগগামী একতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।
পরদিকে একই রেললাইনের ভান্নারা নছের মার্কেট এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু হয় ।পরে বিষয়টি জয়দেবপুর রেলওয়ে পুলিশকে জানালে সন্ধ্যা ছয়টার দিকে পৃথক স্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ ।
তবে মৃত দুই ব্যাক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। জয়দেবপুর রেলওয়ে ফাড়ি পুলিশের ইনর্চাজ মোঃ নাদিমুজ্জামান বলেন খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠানো হয়েছে ।এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন ।