গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের মেদিয়াশুলাই বাজার এলাকায় শনিবার বিকালে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিশাল কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ও দলীয় নেতা কর্মীদের উজ্জবীত করতে ওই সভা অনুষ্ঠিত হয়।
কর্মী সভায় সভাপতিত্ব করেন চাপাইর ইউনিয়ন বিএনপির কর্মী সভা প্রস্তুতি কমিটির আহবায়ক আব্দুস সামাদ মন্ডল। গাজীপুর জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল লতিফ। কর্মীসভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সহ-সম্পাদক মো :হুমায়ুন কবির খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আখতার উজ জামান, কালিয়াকৈর পৌর বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন দেওয়ান,গাজীপুর জেলা বিএনপির সহ সভাপতি মোখলেছুর রহমান।
গাজীপুর জেলা বিএনপির সহ- সভাপতি হযরত আলী মিলন, গাজীপুর জেলা বিএনপির সদস্য খন্দকার পাভেলুর রহমান, কালিয়াকৈর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজভী আহমেদ।
দুলাল,কালিয়াকৈর উপজেলা যুবদলের আহবায়ক তপন খান, কালিয়াকৈর পৌর যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন, গাজীপুর জেলা শ্রমিক দলের আহবায়ক মিনার উদ্দিন, গাজীপুর জেলা শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ উদ্দিন যুবরাজ।
গাজীপুর জেলা শ্রমিকদলের যুগ্ন আহবায়ক কিরন মাহমুদ, কালিয়াকৈর পৌর বিএনপির নির্বাহী সদস্য মোতাহার হোসেন, কালিয়াকৈর উপজেলা যুবদলের সদস্য হুমায়ুন কবির প্রমুখ।