ফুটপাত দখল মুক্ত করতে কালিয়াকৈরে পুলিশের উচ্ছেদ অভিযান
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার ,পল্লীবিদ্যুত, মৌচাক স্ট্যান্ড এলাকায় শুক্রবার সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ফুটপাত দখল মুক্ত রাখতে গড়ে উঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে পুলিশ ।
এসময় মহাসড়কের ফুটপাত দখল করা প্রায় পাচ শতাধিক দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয় না। ওজোর হাইওয়ে পুলিশ,থানা পুলিশ ও জেলা পুলিশের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয় ।
অভিযানে মহাসড়কের পাশে মানুষ চলাচলের রাস্তা ফুটপাত দখল করে থাকা বিভিন্ন দোকানপাট ও স্থাপনা সরিয়ে দেওয়ায় মহাসড়কে যানচলাচল স্বাভাবিক ও ফুটপাতে পথচারীদের চলাচলে স্বাস্থি ফেরে ।
স্থানীয়রা ও পুলিশ সূত্র জানায় র্দীঘদিন ধরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পল্লীবিদ্যুত বাজার,সফিপুর বাজার,মৌচাক স্ট্যান্ড এলাকায় ফুটপাত দখল করে সড়ক পথে ও ফুটপাতে যানচলাচল ও পথচারীরা চলাচলে বাধা বিগ্ন হয়ে আসছিলো ।এছাড়াও ফুটপাতে চলাচলরত কর্মজীবী সাধারন মানুষ, বিশেষ করে স্কুল –কলেজগামী শিক্ষার্থীদের চলাচলে বাধা বিপত্তির সৃষ্টি হতো ।
ফলে শুক্রবার সকালে নাওজোর হাইওয়ে পুলিশ,থানা পুলিশ ও জেলা পুলিশের নেতৃতে ফুটপাত দখল মুক্ত করতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এর পাশাপাশি পূর্নরায় আবার ফুটপাত দখল না করতে পারে এ কারনে পুলিশ মোতায়ের করা হয়েছে ।
উচ্ছেদ অভিযানে এসময় উপস্থিত ছিলেন নাওজোর হাইওয়ে পুলিশের ওসি রইজউদ্দিন,কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ,ওসি(অপারেশন)মোঃ যুবায়ের, জেলা পুলিশের টিআই মেহেদী হাসান সহ প্রশাসনের প্রতিনিািধরাও উপস্থিত ছিলেন ।
নাওজোর হাইওয়ে পুলিশের ওসি রইজউদ্দিন জানান মহাসড়কে ফুটপাত দখলমুক্ত রাখতে আমাদের এই উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে ।ভবিষ্যতেও অভিযান অব্যহত থাকবে ।এছাড়া যানজট নিরসন ও সাধারন মানুষের চলাচলে সহায়তা করাই আমাদের মূল লক্ষ্য ।