কালিযাকৈরে বছরের প্রথম দিনে নতুন পাঠ্য বই বিতরন
গাজীপুরের কালিয়াকৈরে নতুন বছরের প্রথম দিনেই সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পাঠ্য বই বিতরন শুরু হয় ইতিমধ্যে প্রথম, দ্বিতীয়,তৃতীয় ও চতুর্থ শ্রেনীর পাঠ্যবই সব শিক্ষা প্রতিষ্টানে দেওয়া হলেও পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীরা নতুন বই পাচ্ছে না ।তবে বছরের শুরুতে নতুন বই হাতে পেয়ে উচ্ছবসিত শিক্ষার্থীরা ।
বুধবার কালিয়াকৈর উপজেলার গোয়াল বাথান এলাকার সুফিয়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে নতুন বছরের পাঠ্য বই বিতরন র্কাযক্রম উদ্বোধন করেন উপজেলা শিক্ষা র্কমর্কতা শওকত আকবর খান ।এসময় আরো উপস্থিত ছিলেন অন্যন্য উপজেলা প্রমাসনিক র্কমর্কতারা ।
এদিকে উপজেলার বিভিন্ন স্কুলেও নতুন বছরের বই বিতরন করা হয় শিক্ষার্থীদের মাঝে ।উপজেলার সফিপুর পূর্বপাড়া এলাকার ফুলকুড়ি কলেজিয়েট স্কুল, কামরাঙ্গা চালা এলাকার ধানঁসিড়ি পাবলিক স্কুল,রতন পুর সেন্ট্রাল স্কুল,হাজী জয়ের উদ্দিন স্মৃতি স্কুল,সহ অন্যন্য স্কুলেও বই বিতরনের পাশাপাশি বার্ষিক পরিক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরন করা হয় ।