কালিয়াকৈরে সড়কে গাছ ফেলে যানবাহনে ডাকাতি কালে ৩ ডাকাত গ্রেফতার
গাজীপুরের কালিয়াকৈরে সড়কে গাছ ফেলে ডাকাতিকালে ৩ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। সোমবার ভোর রাতে বড়ইবাড়ী-জামালপুর সড়কের উপজেলার হাটুরিয়াচালা এলাকায় সড়কের উপর গাছ ফেলে বিভিন্ন যানবাহন থামিয়ে ডাকাতি করার সময় তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছে গাজীপুর সদর উপজেলার বাউপাড়া এলাকার হর কুমার বর্মনের ছেলে হৃদয় চন্দ্র বর্মন(২২), কালিয়াকৈরের বাগানবাড়ী এলাকার আবুল হোসেনের ছেলে আতিকুর রহমান আসিফ(২৪), কালিয়াকৈরের দোয়ানীচালা এলাকার সেহের আলীর ছেলে জাহিদ হাসান(২৩)।
পুলিশ সুত্রে জানা যায়, কালিয়াকৈরের বড়ইবাড়ী-জামালপুর আঞ্চলিক সড়কের হাটুরিয়াচালা এলাকায় সোমবার ভোর রাতে ১০/১২ জনের একদল ডাকাত সড়কের উপর গাছ ফেলে সড়কে চলাচলরত বিভিন্ন যানবাহন থামিয়ে যাত্রী,চালকদের কাছ থেকে টাকা পয়সাসহ বিভিন্ন মালামাল লুটে নিতে থাকে।
সড়কে ডাকাতি হচ্ছে এমন খবর পেয়ে মৌচাক ফাড়ি পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে যাকাত দলের ৩ সদস্যকে গেফতার করে। এসময় ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে গ্রেফতারকৃতদের থানায় নিয়ে আসা হয়।
মৌচাক পুলিশ ফাড়িঁর ইনচার্জ মহিদুল ইসলাম বলেন, সড়কে গাছ ফেলে ডাকাতিকালে ৩ ডাকাতকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে গাজীপুর
জেলহাজতে পাঠানো হয়েছে। ডাকাতসদলের বাকী সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।