কালিয়াকৈরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন স্থানে সোমবার যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।উপজেলা প্রশাসন ও বিএনপির সকল সহযোগী সংগঠনের আয়োজনে এ মহান বিজয় দিবস উদযাপন করা হয় ।
সোমবার ভোরে গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে স্মৃতিসৌধে প্রথমে পুষ্টকঅর্পন করেন উপজেলা প্রশাসন। এর পর কালিয়াকৈর প্রেসক্লাবের পক্ষ্য থেকে পূস্পতকর্পন করা হয় ।এর পর একে একে রাজনৈতিক দলের নেতার্কমীরা দলে দলে পূস্পতর্কপন করা হয় ।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নিবার্হী কর্মকর্তা কাউছার আহামেদ এর সভাপতিত্বে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয় ।এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ ,সমাজ সেবা র্কমর্কতা মিজানুর রহমান ,কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ,ওসি তদন্ত জাফর আলী খান ,কালিয়াকৈর প্রেসক্লাবের নিবার্হী সভাপতি সরকার আব্দুল আলীম ,সাধারন সম্পাদক মাহবুব হাসান মেহেদী সহ সকল মুক্তিযোদ্ধারা ও প্রশাসনিক র্কমর্কতা বৃন্দ ।
অপরদিকে উপজেলার সফিপুর বাজার বাজার এলাকায় সকাল সাড়ে নয়টার দিকে পৌর বিএনপির আয়োজনে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয় ।র্যালিটি এসময় সফিপুর বাজার থেকে শুরু হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের আনসার একাডেমি হয়ে চন্দ্রা পল্লীবিদ্যুত জোড়াপাম্প ইউটান পদক্ষিন করে সফিপুর বাজার যুবদলের দলীয় কার্যালয়ের সামনে এসে র্যালিটি শেষ হয় ।
এসময় র্যালিতে অংশ নেয় পৌর বিএনপির সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক মো: সাইজুদ্দিন, যুগ্ন সম্পাদক সারোয়ার হোসেন আকুল,পৌর মৎস্যজীবী দলের সভাপতি ইসমাইল হোসেন,শাহীন আলম সরকার,মনির বাবু,এরশাদ আলম সরকার সহ বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ।
এদিকে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ড. ব্যারিস্টার চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকির পক্ষে ইউনিয়ন বিএনপির আযোজনে মহান বিজয় দিবস উপলক্ষে র্যালি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও শ্রীফলতলী ইউনিয়ন বিএনপির সভাপতি ছানোয়ার হোসেনের ,এসময় আরো উপস্থিত চিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি মুরাদ বকসী।
উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল জলিল মন্ডল, জেলা বিএনপির তাতী বিষয়ক সম্পাদক মো আনোয়ার হোসেন, জেলা যুব দলের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাসেল আহমেদ, উপজেলা ছাএদলের সদস্য সচিব আলামিন হোসেন সহ উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।