কালিয়াকৈরে গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যা
গাজীপুরের কালিয়াকৈরে কমলা আক্তার (২৭) নামের এক গৃহবধু গলায় উড়না পেচানো ঝুলন্ত লাশ উদ্ধার করছে পুলিশ ।রোববার দিবাগত রাতে আটটার দিকে উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুত মন্ডলপাড়া এলাকার খালু মন্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে ।পুলিশ খবর পেয়ে রাত দশটার দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় ।
নিহত ওই গৃহবধু হলেন উপজেলার মন্ডলপাড়া এলাকার জমির মন্ডলের দ্বিতীয় স্ত্রী ।পুলিশ ও পরিবারের সদস্যদের ধারনা স্বামী মাদকাসক্ত হওয়ায় স্ত্রী আত্মহত্যা করতে পারেন ।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায় পাচ বছর আগে ঝিনাইদহ সদর এলাকার মৃত উমর আলীর মেয়ে কমলার সাথে প্রেমের সম্পর্কে বিয়ে হয়।জমির মন্ডলের প্রথম স্ত্রীর ঘরে একটি কন্যা সন্তান রয়েছে ।এদিকে জমির মন্ডল মাদকাসক্ত হওয়ায় প্রায় সময় পারিবারিক কলহ লেগেই থাকতো।
এদিকে গত দুই মাস আগে মাদক সেবনের কারনে জমির কে রিহাব সেন্টারে দেয়া হলে রোববার সেখান থেকে সুস্থ্য হয়ে ফিরে বড় স্ত্রীর ঘরে গেলে । এদিকে রোববার রাত আটটার দিকে কমলা আক্তার স্বামীর উপর অভিমান করে ঘরের দরজা বন্ধ করে ঘরের আড়ার সাথে গলায় উড়না পেচিয়ে আত্মহত্যা করে।
এদিকে কমলার কোন সারাশব্দ না পেয়ে স্বজনরা জানালা দিয়ে দেখতে পান ওই গৃহবধুর ঝুলন্ত লাশ ।পরে বিষয়টি পুলিশকে জানালে রাত দশটার দিকে ঘরের দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠায় কালিয়াকৈর থানা পুলিশ ।
কালিয়াকৈর থানার উপ পরির্দশক শরিফুল ইসলাম জানান খবর পেয়ে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠানো হয়েছে ।এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন ।