কালিয়াকৈর দূর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক বাসস্ট্যান্ড এলাকার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে হানিফ স্পিনিং মিলসের সামনে বৃহস্পতিবার ভোর সোয়া পাচঁটার দিকে তাজভীর হোসেন সিহান(২৭) নামের যুবককে ছুড়িকাঘাত করে হত্যা করেছে দূর্বৃত্তরা ।এদিকে মৌচাক ফাঁড়ি থেকে ২শত গজ দুরেই পড়ে ছিলো নিহত ওই যুবকের মরদেহ ।
নিহত ওই যুবক হলেন উপজেলার মৌচাক জামতলা র্পূবপাড়া এলাকার তানভীর হোসেন নান্নুর ছেলে ।নিহতের মা শিরিন জামান স্থানীয় মৌচাক স্কাউট স্কুলের শিক্ষিকা ।
নিহত ওই যুবক পড়াশোনা শেষ করে রাজধানীর উত্তরায় একটি বায়িং হাউজে চাকরী করতেন ।এ ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে কালিয়াকৈর থানার পুলিশ ।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায় বৃহস্পতিবার ভোর সোয়া পাচঁটার দিকে নিজ বাসা থেকে উত্তরায় যাচ্ছিলেন ওই যুবক ।পরে মৌচাক বাসস্ট্যান্ড এলাকার মাজার রোডের মাথায় আসলে ৫ থেকে ৭জন অজ্ঞাতনামা ব্যক্তিরা ধাওয়া করে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের হানিফ স্পিনিং মিলের সামনে যুবকটি ধাওয়া খেয়ে পড়ে যায় ।
পরে সেখানেই তাকে এলোপাতারি ছুরিকাঘাত করে হত্যা করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দূর্বৃত্তরা ।পরে স্থানীয়রা যুবকের লাশ পড়ে থাকতে দেখে মৌচাক ফাড়ি পুলিশকে বিষয়টি অবহিত করলেও ঘটনাস্থলে লাশ উদ্ধারে এগিয়ে আসেনি ফাড়ি পুলিশ ।এদিকে মৌচাক ফাড়ি থেকে ২শত গজ দুরেই পড়ে ছিলো নিহত যুবকের মরদেহ ।
এদিকে নাওজোর হাইওয়ে পুলিশের ভাষ্যমতে মরদেহ উদ্ধার করবে ফাড়িঁ পুলিশ ।তবে ফাঁড়ি পুলিশ বক্তব্য ছিলো ভিন্ন ।পরে খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বেলা সাড়ে নয়টার দিকে গাজীপুর মর্গে পাঠায় ।
কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে গাজীপুর মর্গে পাঠানো হয়েছে ।তবে কি কারনে হত্যাকান্ড ঘটিয়েছে বা কারা ঘটিয়েছে তদন্ত করে আইনআনুক ব্যবস্থা গ্রহন করা হবে ।