কালিয়াকৈরে ডাকাতি হওয়া মালামাল উদ্ধার গ্রেফতার ১
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার ঢাকা টাঙ্গাইল মহাসড়ক উড়াল সেতুর মাথায় আনসার একাডেমির সামনে থেকে গত ২৬ নভেম্বর ভোরে ডাকাতি হওয়া রড বুঝাই ট্রাকের মালামাল উদ্ধার সহ লিয়াকত আলী হওলাদার(৫২)কে গ্রেফতার করেছে পুলিশ ।
এর আগে দুই দফায় ডাকাত দলের মূলহোতা তিনজনকে গ্রেফতার করে গাজীপুর জেল হাজতে পাঠায় পুলিশ ।পরে তাদের জবানবন্ধী মুলক শিকারক্তী তথ্য অনুযায়ী রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে সোমবার সকালে পুলিশ অভিযান চালিয়ে ডাকাতির ট্রাকে থাকা ১৪ টন রডের মধ্যে ৭ টন রড ভাঙ্গারী দোকান থেকে উদ্ধার করে পুলিশ ।
এসময় ওই দোকানে থাকা এ ঘটনার সাথে জরিত লিয়াকতকে গ্রেফতার করে পুলিশ ।গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মাদারীপুর সদর উপজেলার খাটোপাড়া কেন্দুয়া গ্রামের মৃত ইদ্রিস হওলাদারের ছেলে ।পরে গ্রেফতারকৃত ব্যক্তিকে সোমবার দুপুরে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয় ।
এর আগে ঘটনার সাথে জরিত তিন ডাকাতকে গত ৫ ,৭, ও ৮ ডিসেম্বর পুলিশ অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৩ জনকে গ্রেফতার করে পুলিশ ।গ্রেফতার কৃতরা হলেন ওবায়দুল ইসলাম উরফে কুন্নু(৩৪),মিজানুর রহমান(৪০),হাসান আহমেদ সেকু(৩৯) ।
উল্লেখ গত ২৬ নভেম্বর রাতে চট্রগ্রাম স্পিনিং মিলস থেকে ১৪ টন রড বোঝাই একটি ট্রাক বগুরার উদ্যেশে যাচ্ছিলেন ।এসময় ভোর চারটার দিকে উপজেলার সফিপুর আনসার একাডেমির সামনে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের উড়াল সেতুর মাথায় পৌছালে ১২/১৪ জনের একটি ডাকাত দল পিকাআপ করে ওই ট্রাকের গতিরোধ করে গাড়ির চালক ও হেলপারকে হাত পা মুখ বেধে রড সহ ট্রাক নিয়ে পালিয়ে যায় ।
এ ঘটনার পর ১ ডিসেম্বর ট্রাকের মালিক শামীম হোসেন শাওন বাদী হয়ে কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করেন ।পরে সেই অভিযোগের ভিত্তিতে কালিয়াকৈর থানার এস আই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তিনজনকে আটক করে পরে তাদের দেয়া তথ্য মতে পুলিশ রাজধানীর হাজারিবাগ এলাকার ভাঙ্গারীর দোকান থেকে ১৪ টন রডের মধ্যে ৭ টন উদ্ধার করে পুলিশ ।
তবে এখনো বাকি ৭ টন রড সহ ট্রাকটি উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন কালিয়াকৈর থানার এস আই জাহাঙ্গীর আলম ।তিনি আরো জানান তিন ডাকাতকে আগেই গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে ।বাকী ৭ টন রড ও ট্রাক উদ্ধারে পুলিশ অভিযান অব্যহত রয়েছে ।