কালিয়াকৈর কিন্ডারগার্ডেন ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশনের আয়োজনে শনিবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক রতনপুর এলাকার রতনপুর সেন্ট্রাল স্কুলে শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে ।
এসময় উপজেলার ১৫ টি স্কুলের ৩০০ জন শিক্ষার্থী এতে অংশ নেয় ।এতে ১ম শ্রেণী থেকে ৮ম শ্রেণীর শিক্ষার্থীরা পরিক্ষায় অংশ নেয় ।
মেধাবৃত্তি পরিক্ষায় এসময় অথিতি হিসেবে উপস্থিত ছিলেন এইচ এম উজ্জল,এড.আনিসুর রহমান সরকার, কিন্ডারগার্ডেন ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশনের র্কায নির্বাহী সভাপতি রাকিব উল ইসলাম,সহ সভাপতি খন্দকার মাফিউল আহম্মেদ মামুন।
ফজলুল হক,ফাতেমা বেগম নুপুর,রাকিবুল সিয়াম,বায়োজিদ হোসেন,নুরুল ইসলাম ,জহিদ আল মামুন,কবি মোঃ ইসলাম উদ্দিন,মতিউর রহমান,মোতালেব হোসেন,রাসেল কবির.সানোয়াার বেগম, প্রমূখ ।