গজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ হলরুমে বৃহস্পতিবার দুপুরে গত জুলাই আগষ্টে ফ্যাসিবাদ শেখ হাসিনা সরকার পতনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহত শহীদদের স্বরনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
উপজেলা পরিষদের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইছার আহামেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত স্বরণসভায় উপস্থিত ছিলেন
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান,উপজেলা বিএনপির সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন,উপজেলা জামায়াতের আমীর বেলাল হোসেন,বিআরডিবির সাবেক চেয়ারম্যান আখতারুজ্জামান ,আন্দোলনে নিহত শহীদ অন্তরের বাবা আব্দুল হক প্রমূখ ।
এ সময় বক্তারা স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকার ও শেখ হাসিনার পতনের আন্দোলনে যে সকল ছাত্র-জনতা শহীদ হয়েছেন,পঙ্গুত্ব বরণ করেছেন এবং আহত হয়েছেন জাতী তাদের চিরদিন মনে রাখবে বলে জানান বক্তারা ।