গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় বৃহস্পতিবার সকাল থেকে বকেয়া বেতন ও সেটেলম্যান্ট বোনাসের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মাহমুদ জিন্স কারখানার শ্রমিকরা ।
এসময় মহাসড়কের দুই পাশেই প্রায় ত্রিশ কিলোমিটার এলাকাজুড়ে র্দীঘ যানজটের সৃষ্টি হয়েছে ।এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চান্দনা চৌরাস্তা ও চন্দ্রা থেকে টাঙ্গাইল পর্যন্ত মহাসড়কে যানবাহনের র্দীঘ লাইন ।
এতে মহাসড়কে যাত্রীদের জনজীবন স্থবীর হয়ে পড়েছে ।অপরদিকে বিকেল সাড়ে চারটার দিকে ওই কারখানার মালিক শ্রমিকদের সাথে কথা বলতে চাইলে এসময় শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে কারখানার সহকারী পরিচালক সহ তিন র্কমর্কতাকে পিটিয়ে আহত করে বিক্ষুপ্ত শ্রমিকরা ।পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় ।
কারখানার শ্রমিকরা ও পুলিশ সূত্র জানায় গত সেপ্টেম্বও ও অক্টোবর মাসের বকেয়া বেতন ও সেটেলম্যান্ট ফান্টের টাকা ২৮ নভেম্বর পরিশোধ করার কথা ছিলো কাপরখানা কতৃপক্ষের ।গত ৯ অক্টোবর কারখানাটি স্থায়ী ভাবে উৎপাদন বন্ধ করে দেয় কারখানা কতৃপক্ষ ।
সেই সময় শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করলে ।আইনশৃঙ্খলা বাহিনী ও বিজিএমই ও কারখানা কতৃপক্ষ মিলে ২৮ নভেম্বর শ্রমিকদের সকল পাওনাদি পরিশোধ করার কথা থাকলে ।
বৃহস্পতিবার সকালে শ্রমিকরা কারখানার সামনে উপস্থিত হলে এসময় কারখানার মূল ফটকে টাকা পরিশোধ করতে দেরি হবে বলে নোটিশ দেখতে পায় ।পরে শ্রমিকরা কারখানা কতৃপক্ষের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হলে ।শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে সকাল সাড়ে আটটার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে ।
এসময় সড়কের দুই দিকেই প্রায় ৩০ কিলোমিটার এলাকাজুড়ে র্দীঘ যানজটের সৃষ্টি হয় ।এদিকে রাত আটটা পর্যন্ত ওই সড়কে যানচলাচল বন্ধ রয়েছে ।এতে ভোগান্তীতে পড়েছে দূরপাল্লা সহ সাধারন যাত্রীরা ।
এদিকে গত ১ মাস ধরে বকেয়া বেতনসহ নানা দাবিতে চন্দ্রা টু নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিভিন্ন কারখানার শ্রমিকরা ।
এতে ওই সড়কে গত এক মাস ধরে যান চলাচল স্বাভাবিক পর্যায়ে না থাকায় এতোদিন এই মহাসড়টিকে দিয়ে ঢাকার সাথে যোগাযোগ অব্যহত ছিলো আজকের অবরোধের কারনে সেটিও বন্ধ রয়েছে ।
ৎযার ফলে উত্তরবঙ্গেও প্রায় ১৭ টি জেলার যোগাযোগের এক মাত্র মাধ্যম চন্দ্রা এলাকায় বৃহস্পতিবার সকাল থেকেই মহাসড়কে অবরোধ করে শ্রমিক বিক্ষোভের কারণে সকাল থেকেই উত্তর বঙ্গের সাথে যোগাযোগ একবারে বন্ধ হয়ে গেছে ।
এদিকে মহাসড়কে পন্যবাহী ট্রাকসহ যাত্রীবাহী বাস ও ছোট যানবাহনের র্দীঘ সাড়ি রয়েছে ।
দিনবর শ্রমিকদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ,পুলিশ,ও সেনাবাহিনীর সদস্যরা শ্রমিকদেরকে বুজিয়ে মহাসড়ক থেকে সড়িয়ে দিকে বার বার চেষ্টা করেছে ।
এতে শ্রমিকরা মহাসড়ক থেকে সড়ে যায়নি ।অপরদিকে কারখানার মালিক সহ প্রতিনিধি দল শ্রমিকদের সাথে কথা বলতে চাইলে এসময় শ্রমিকরা তাদের উপর হামলা চালায় ।
এসময় কারখানার সহকারী পরিচালক সহ তিনজন আহত হয় ।
গাজীপুর শিল্প পুলিশ ২ কালিয়াকৈর জোন ওসি আজাদ রহমান জানান সকাল থেকেই শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ কওে বিক্ষোভ করছে ।
তাদেরকে একাদিক বার বুঝিয়েও মহাসড়ক থেকে সড়াতে পারিনি ।
তবে কারখানা কতৃপক্ষের সাথে কথা বলে সমাধান করার চেষ্টা করছি ।