গাজীপুরের কালিয়াকৈরে পৃথক স্থান থেকে নারী শিশু সহ তিন ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ ।উপজেলার মৌচাক কলাবাধা এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে হাজী মমির আলীর পুকুর থেকে ভাস্যমান অবস্থায় নারী(৩০) ও ছেলে শিশু(৩) এর লাশ উদ্ধার করেছে পুলিশ ।তবে তাৎক্ষনিক নিহতদের মৃত্যুর কারন ও পরিচয় যানা যায়নি।
অপরদিকে একইদিনে বিকালে উপজেলার মৌচাক উলোসারা গ্রাম থেকে রুহান বাবু (১৯) নামের এক যুবকের গলায় উরনা পেচানো অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ ।নিহত ওই যুবক নওগাঁ জেলার বদলগাছি উপজেলার মথুরাপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে।
নিহত যুবক মৌচাক উলুসারা গ্রামের হোসেন আলীর বাড়িতে স্ত্রীকে নিয়ে ভাড়া থেকে কাজের সন্ধান করছিলেন।
স্থানীয়রা ও পুলিশ সূত্র জানায় এক বছর আগে প্রেম করে বিয়ে করেন রুহান। পরে দুই মাস আগে হোসেন আলীর বাড়িতে রুম ভাড়া নিয়ে চাকরীর সন্ধ্যান করছিলেন।
এমন অবস্থায় গত বুধবার মধ্য রাতের যে কোন সময় রুহান ঘড়ের আড়ার সাথে গলায় উড়না পেচিয়ে আত্মহত্যা করেন। এদিকে সকাল ছয়টার দিকে স্ত্রী মীম আক্তার (১৮) ঘুম থেকে উঠে দেখে তার স্বামীর ঝুলন্ত লাশ। এ সময় স্ত্রীর আত্মচিৎকারে আসে পাশের লোকজন ছুটে আসেন। পরে বিষয়টি পুলিশকে জানালে বিকাল সাড়ে তিনটার দিকে ঘটনাস্থল থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
এদিকে বৃহস্পতিবার সকালে সাড়ে আটটার দিকে মৌচাক কলাবাধা এলাকার একটি পুকুরে অজ্ঞাতনামা নারী (৩০) ও শিশুর (৩) লাশ পনিতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবরদেয়। পরে পুলিশ দুপুরের দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে মৌচাক ফাঁড়ি পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
কালিয়াকৈর থানার পরির্দশক (অপারেশন) মোঃ জুবায়ের বলেন, একই দিনে দুই স্থান থেকে নারী শিশুসহ তিন জনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠানো হয়েছে। তবে কলবাধা থেকে যে নারী ও শিশুর লাশ উদ্ধার করা হয়েছে তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি। পরিচয় সনাক্তের চেষ্ঠা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা পক্রিয়াদীন।