কালিয়াকৈরে জামায়াতে ইসলামীর সিরাত মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরের কালিয়াকৈরে মৌচাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শুক্রবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মৌচাক ইউনিয়ন শাখার আয়োজনে সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জামায়াতে ইসলামীর মৌচাক ইউনিয়ন শাখার সভাপতি মাজহারুল ইসলামের সভাপতিত্বে ও মাওলানা জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সিরাত মাহফিলে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর জেলা আমীর মাওলানা শেফাউল হক; বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ বেলাল হোসাইন, মৌচাক বাজার কেন্দ্রীয় শাহী মসজিদের খতিব মুফতী ইব্রাহিম খলিল, মাওলানা সায়েম বিন সাদাত, উপজেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক আসিক মাহমুদসহ আরো অনেকে।
এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে স্থানীয় ও অতিথি ইসলামী প্রেমী শিল্পীর ইসলামিক সংঙ্গিত পরিবেশন করেন।