কালিয়াকৈর
কালিয়াকৈরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
“শিক্ষক কন্ঠ স্বর শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈরে উদযাপিত হলো বিশ্ব শিক্ষক দিবস।
উপজেলা প্রাশাসনের আয়োজনে শিক্ষক দিবস উপলক্ষে উপজেলা চত্বরে একটি র্যালি বের হয়। পরে র্যালিটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন দিক পদক্ষিন করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহামেদ এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন মোল্লা, উপজেলা বিএনপির সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন, প্রধান শিক্ষক মঞ্জুর রহমান, প্রধান শিক্ষক মেহেরুন ন্নেসা খানম, প্রধান শিক্ষক ইশরাত জাহান, সহকারী শিক্ষক এইচ এম উজ্জলসহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা বৃন্দ।