কালিয়াকৈরে বিএনপি- মৎসজীবি নেতাকর্মীর মধ্যে উত্তেজনা অপর দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব ভান্নারা এলাকায় একটি সড়ক কেটে গর্ত সৃষ্টি করার ঘটনায় বিএনপির ও মৎসজীবি দলের দলীয় নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এঘটনায় উভয় গ্রুপের নেতাকর্মীরা মারমুখি অবস্থানে রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
গতকাল মঙ্গলবার ওই এলাকায় সরেজমিনে গিয়ে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ত্যাগের পরই মৌচাক ইউপির সাত নাম্বার ওয়ার্ড গত ২৬ সেপ্টেম্বর বিএনপির সভাপতি তমিজ উদ্দিনের নেতৃত্বে ১০-১২ জনের দলীয় নেতাকর্মীরা স্থানীয় ফ্যাশন ফ্লোর লিমিটেড নামক একটি পোশাক তৈরির কারখানায় ঝুট ব্যবস্থার নিয়ন্ত্রণ নিতে গেলে সেখানে নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। সেই ক্ষোভে তমিজ উদ্দিনের পরামর্শে তার সর্মথিত দলীয় নেতাকর্মীরা পায়ে চলাচলের একটি ব্রিক সলিং সড়কটি দুই ফুট গর্ত করে স্থানীয় জন সাধারণ ও শ্রমিকদেরও যাতায়াতে পথ বন্ধ করে দেন। এসময় খবর পেয়ে মৌচাক ইউনিয়নের মৎসজীবি দলের সভাপতি সোহেল রানার নেতৃত্বে ৩০-৪০ জনের একদল দলীয় নেতাকর্মীরা প্রতিবাদ করেন। এসময় তুমিজ উদ্দিনের লোকজন চড়াও হয়ে ভান্নারা বাজারের মৎস জীবি অফিসে হামলা করার চেষ্টা করে। ওই মৎস জীবি দলের কোন নেতাকর্মী না থাকায় তারা ফিরে যান।
এ ঘটনায় মঙ্গলবার মৌচাক ইউপি মৎস জীবি দলের সভাপতি সোহেল রানার নেতৃত্বে ভান্নারা বাজারে সড়ক কেটে গর্ত ও জনগণের যাতায়াতে প্রতিবন্ধকতার সৃষ্টির অভিযোগে মানববন্ধন করেন। এসময় শতাধিক দলীয় নেতাকর্মীরা এ মানব বন্ধনে অংশ নেয়। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন, ইউপি মৎস জীবি দলের সভাপতি সোহেল রানা, আইয়ুব রানা, শিপন রানা, ইউসুফ আলী আলামিন প্রমুখ।
মৌচাক ইউপি মৎস জীবি দলের সভাপতি সোহেল রানা অভিযোগ করে বলেন, গত ১৫ বছরে তমিজ উদ্দিনসহ তার সঙ্গে থাকা দলীয় নেতাকর্মীরা মাঠে ছিলেন না।
শেখ হাসিনা পতনের পর তারা এলাকায় ১৫টি পোশাক কারখানার ঝুট ব্যবস্থা নিয়ন্ত্রণে নিয়ে রাম রাজ্যত্ব করছে। ত্যাগি দলীয় কোন নেতাকর্মীদের তারা মুল্যয়ন করছেন না।
এ ব্যাপারে অভিযুক্ত তুমিজ উদ্দিন বলেন, আমি কোন ঝুটের ব্যবস্থা নিয়ন্ত্রণে নেই নাই। আমি যখন মেম্বার ছিলাম তখন সরকারী অর্থায়নে রাস্তাটি কওে দিয়েছিলাম। সড়কটি কে বা কাহারা রাস্তাটি বন্ধ করেছে তা আমার জানা নেই।
মৌচাক ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাড. কামরুজ্জামান বলেন, আমাকে ও এলাকার কেউ বিষয়টি জানায়নি। কেউ দলীয় শৃঙ্খলা পরিপন্থি কোন কাজ করলে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.