নবীজিকে কটুক্তি করার প্রতিবাদে কালিয়াকৈরে বিক্ষোভ সমাবেশ
ভারতের মহারাষ্ট্রে রামগীরি মহারাজ ও বিজেপি সাংসদ নিতেশ নারায়ন মহানবী হযরত মুহাম্মদ (সা:) নিয়ে কটুক্তি করার প্রতিবাদে সারাদেশের ন্যায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় শুক্রবার জুম্মার নামাজের পর বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফতে মজলিস ও মুসুল্লিরা। এসময় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন দিক পদক্ষিন করে সফিপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এসে বিক্ষোভ মিছিল শেষে মোনাজাত ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার জুমার নামাজের পর বৃষ্টির মধ্যেই দলে দলে মুসল্লিরা জড়ো হয় উপজেলার সফিপুর বাজারে। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। খেলাফতে যুব মজলিসের উপজেলা শাখার সভাপতি মাওলানা আনোয়ার হোসেনের সভাপতিত্বে এসময় পথসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস এর উপজেলা সভাপতি আব্বাস উদ্দিন মাদারীপুরি, সফিপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইউনুস শরীফ, খেলাফতে মজলিসের উপজেলা যুগ্ন সাধারন সম্পাদক আনসারুল হক মিজান, দপ্তর সম্পাদক জামাল হোসেনসহ ইসলামী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
এ সময় তারা রাসুল (সা:) নিয়ে কটূক্তি করার তীব্র প্রতিবাদ জানিয়ে মহারাষ্ট্রে রামগীরি মহারাজ ও বিজেপি সাংসদ নিতেশ নারায়ন রানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। ব্যবস্থা না নেয়া হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা। পরে বিশ্বের মুসলিমদের শান্তি কামনায় মোনাজাত করে শেষ হয় কর্মসূচি।