গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক তেলিরচালা এলাকায় শনিবার সকালে বেতন বৃদ্ধিসহ ১০ দফা দাবিতে এইচ এন সু লিমিটেড কারখানায় কর্ম বিরতি রেখে বিক্ষোভ করেছে কর্মরত শ্রমিকরা। এসময় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে কারখানার মূল অবস্থান নেয় শ্রমিকরা।পরে শিল্প পুলিশ ও থানা পুলিশের হস্থক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
কারখানার শ্রমিকরা ও পুলিশ সূত্র জানায়, শনিবার সকালে সাড়ে নয়টার দিকে হটাৎ ওই কারখানার শ্রমিকরা কর্ম বিরতি রেখে কারখানার মূল ফটকে জমায়েত হয়ে বেতন বৃদ্ধিসহ ১০ দফা দাবি আদায়ে বিক্ষোভ করতে থাকে পরে খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ ও কালিয়াকৈর থানা পুলিশের হস্থক্ষেপে কারখানা কতৃপক্ষের সাথে কথা বলে আগামী ২৮ সেপ্টেম্বর এর মধ্যে শ্রমিকদের সকল দাবি দাওয়া মেনে নেয়া হবে এই মর্মে অঙ্গিকার করলে। দুপুর ১২ টার দিকে শ্রমিকরা বিক্ষোভ কর্মসূচি স্থগিত করে কর্মক্ষেত্রে যোগ দান করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক জানান, সারা দেশের কারখানা গুলোর বেতন বৃদ্ধি করলেও আমাদের এই জুতা তৈরি কারখানায় শ্রমিকদেও বেতন অনেক কম বর্তমান বাজারে নিত্য প্রয়োজনীয় পন্যেও যে দাম তাতে এ বেতনে চলতে আমদের কষ্ট হয়। এছাড়ার ওভার টাইম, হাজিরা বোনাস সহ বেতন ৫ তারিখের মধ্যে পরিশোধ সহ ১০ দফা দাবি জানিয়েছি।
কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) মো: জুবাযের জানান, সকালে এইচ এন সু কারখানার শ্রমিকরা ১০ দফা দাবিতে বিক্ষোভ করে। পরে খবর পেয়ে থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনান্থলে পৌছে কারখানা কতৃপক্ষের সাথে কথা বলে ২৮ সেপ্টেম্বর এর মধ্যে শ্রমিকদের সকল দাবি মেনে নেয়া হবে বলে কারখানার কতৃপক্ষরা জানিয়েছেন। পরে তারা কর্মস্থলে যোগ দেয়।