কালিয়াকৈরে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে ফের শিক্ষার্থীদের বিক্ষোভ
গাজীপুরের কালিয়াকৈরে মৌচাক স্কাউট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: শহিদুল ইসলামের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে বৃহস্পতিবার সকালে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে স্কুলের মূল ফটকে অবস্থান নিয়ে সাক্ষরিতে পদত্যাগের দাবিতে শ্লোগান দিতে থাকে।
কলেজ শাখার এইচ এসসি ফাইনাল বর্ষের শিক্ষার্থী আরজু আহম্মেদ তিব্র, সুরাইয়া আক্তার মায়া বলেন, অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ রয়েছে। এছাড়াও কোন শিক্ষার্থীর, অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের সাথে খুব বাজে ব্যবহার করেন। আমরা এমন অধ্যক্ষ ক্যাম্পাসে চাইনা।
এর একমাস আগে এই অধ্যক্ষের পদত্যগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভের তুপের মুখে মৌখিক পদত্যাগ করে সাধারন ছুটিতে যান শহিদুল ইসলাম পরে ছুটি কাটিয়ে ফের কর্মস্থলে যোগদান করতে চাইলে শিক্ষারীরা বৃস্পতিবার সকালে বিক্ষোভ করে। বিক্ষোপ্ত শিক্ষার্থীরা কাগজ কলমে সাক্ষরিত পদত্যাগের দাবি জানান।