কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিক নিহতের ঘটনায় কারখানায় এক দিনের ছুটি ঘোষনা, শোক
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিনহাটি এলাকায় স্টারলিং ডিজাইন্স লিমিটেড কারখানার শ্রমিক শিরিনা খাতুন (৩৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়। মঙ্গলবার দুপুরে কারখানার সামনে মহাসড়কে পণ্যবাহী একটি ট্রাকের ধাক্কায় তিনি নিহত হন। তার মৃত্যুতে কারখানায় শোকের ছায়া নেমে আসে। বুধবার কারখানার মূল ফটকের সামনে কালো ব্যানার টানিয়ে এক দিনের বিশেষ ছুটি ঘোষণা করা হয়।
শোক প্রকাশ করে কারখানা কর্তৃপক্ষ জানায়, তারা শিরিনার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সকল শ্রমিকের জন্য দোয়া চেয়েছেন।
কারখানার অডিট অফিসার রফিকুল ইসলাম বলেন, শিরিনা ২০০৭ সাল থেকে আমাদের সঙ্গে কাজ করছিলেন। তার মৃত্যুতে আমরা অত্যন্ত শোকাহত। তিনি আমাদের পরিবারের একজন সদস্য ছিলেন। তার পরিবারের অপূরণীয় ক্ষতির কথা ভেবে আমরা সবাই ব্যথিত।
উল্লেখ্য; শিরিনা খাতুন প্রতিদিনের মতো সেদিনও সকালে কারখানায় কাজে যোগদান করেন। মধ্যাহ্ন বিরতিতে পরিবারের সঙ্গে খাবার খাওয়ার জন্য তিনি সহকর্মীদের সঙ্গে বাসায় ফেরেন। মহাসড়ক পার হওয়ার সময় একটি বেপরোয়া গতির পণ্যবাহী ট্রাক শিরিনাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার সঙ্গে থাকা আরও তিনজন গুরুতর আহত হন। তিনি দীর্ঘ দিন ধরে ওই কারখানায় কাজ করছেন। শিরিনা খাতুনের বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায়।