কালিয়াকৈরে বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সদরে অবস্থিত কালিয়াকৈর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান শিক্ষক সুভাষচন্দ্র সরকারের পদত্যাগের দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে। বুধবার সারাদিন ব্যাপি স্কুল চত্বরের ভিতরে বিভিন্ন শ্লোগান দিয়ে বিক্ষোভ কর্মসুচি পালন করে।
নাম প্রকাশ না করার স্বার্থে কয়েকজন শিক্ষার্থী সমন্বয়ক জানান, প্রায় ১২ বছর পূর্বে প্রধান শিক্ষক সুভাষচন্দ্র সরকার নিয়ম বহির্ভুত ভাবে এবং তৎকালীন নিয়োগকর্তাদের ম্যানেজ করে আমাদের বিদ্যালয়ে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি স্কুল পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছেন এবং তার আচার-আচরণ ও ভালো নয়। তিনি প্রায় সময় শিক্ষার্থীদের সাথে রুক্ষ আচরণ করে থাকেন।
ওই শিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষক নাম প্রকাশ না করা শর্তে বলেন, শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে গত দুদিন যাবত আন্দোলন করে আসছেন। এ বিষয়ে স্কুল পরিচালনা কমিটি এবং আমরা শিক্ষকগণ উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে বৈঠক করেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার স্কুল পরিদর্শনে আসবেন বলে জানিয়েছেন।
প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র সরকার বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তাহা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। আমি সম্পূর্ণ সরকারি বিধি মোতাবেক এই শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করেছি সুতরাং শিক্ষার্থীদের দাবির মুখে আমার পদত্যাগের প্রশ্নই ওঠেনা।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহমেদ বলেন, প্রধান শিক্ষক সুভাষচন্দ্র সরকারের বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে একটি তদন্ত কমিটি করে দেয়া হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের উপর বিধি মোতাবেক পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। বৃহস্পতিবার সকালে স্কুল পরিদর্শনে যাবেন বলে তিনি জানিয়েছেন।