গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়নের আশাপুর চরপাড়া এলাকায় বিয়ের দাবিতে প্রবাসী আল আমিনের বাড়ীতে গত তিন দিন ধরে প্রেমিকা আখী আক্তার অনশন করেছে।
গত শনিবার সকাল থেকে সোমবার বিকেল পর্যন্ত ওই এলাকার মৃত- রহিজ উদ্দিনের ছোট ছেলে প্রেমিক আলামিন হোসেন (২৫) এর বাড়ীতে ভুক্তভোগী প্রেমিকা তিন সন্তানের জননী আকলিমা আক্তার (২৮) বিয়ের দাবিতে অনশন করছে। ভুক্তভোগী হলেন উপজেলার চাপাইর ইউনিয়নের বড় কাঞ্চনপুর এলাকার খোকন মিয়ার মেয়ে।
এলাকাবাসী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ১ বছর পূর্বে সোস্যাল মিডিয়ায় ফেসবুকে পরিচয় হয় প্রবাসী প্রেমিক আলামিনের সাথে প্রেমিকা আকলিমার। ফেসবুকে পরিচয় থেকে গত এক বছর যাবত তাদের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রলোভন দেখিয়ে অনেক স্থানে ঘুরা ফেরা, আড্ডা এবং ঘনিষ্ঠ মুহূর্ত হয়। আকলিমার পূর্বেও বিয়ে হয়েছিল এবং ডিভোর্স হয়েছে। তার তিনটি মেয়ে সন্তান আছে জেনেও আলামিন তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে ও বিয়ে করার অঙ্গীকার করে। আলামিন বিভিন্ন উপায়ে তার সাথে যোগাযোগ করে এবং তাকে ভালবাসার প্রতিশ্রুতি ও বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন রিসোর্ট, পার্ক ও বন্ধুবান্ধবদের বাসায় বেড়াতে যায়।
গত বুধবার উপজেলার কালিয়াকৈর ফুড পার্কে আলামিন সহ তার দুলাভাই ও বড় ভাই আকলিমার সাথে মিল করার জন্য বসে। কিন্তু কোন সমাধানে আসতে পারে নাই তাই শনিবার থেকে আলামিনে বাড়িতে বিয়ের দাবি নিয়ে অনশন করছে। এ সময় তার মোবাইল, ফেসবুক, ইমু সবই বন্ধ। আকলিমা তার সাথে যোগাযোগ করতে পারছে না।
ভুক্তভোগী আকলিমা বলেন, আলামিনের ভাই ও মা মেনে নিচ্ছে না। তাই আলামিনের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছি। আমি আলামিনের সাথে বিয়ে করে সংসার করবো নয় এই বাড়ি থেকে আমার লাশ বের হবে।
আলামিন জানান, আমি মেয়ের সাথে আমি কথা বলছি এবং প্রেম করছি কিন্তু কোন শারীরিক সম্পর্ক করি নাই। কারন তার তিনটি মেয়ে সন্তান রয়েছে।
ঢালজোড়া ইউনিয়নের ৮নং ইউপি সদস্য মনিরুজ্জামান মনির বলেন, শুনেছি আল আমিনের বাড়ীতে এক নারী অনশন করছে। বিষয়টি আমাকে কেউ বলেনি তাই আমি যাইনি।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.