গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৬ নং ওয়ার্ডের একটি খনাখন্দ রাস্তা সংস্কার করে দিলেন জামায়াত ইসলামের নেতা কর্মীরা।
জামায়াত ইসলামের নেতাকর্মীদের সূত্রে জানা গেছে, কালিয়াকৈর পৌরসভার ৬ নং ওয়ার্ডের কালামপুর পাকার মাথা হইতে খাজার ডেক পর্যন্ত রাস্তার বিভিন্ন জায়গায় খনাখন্দ থাকার চলাচলে অনুপযোগী হয়ে পড়ে। বিষয়টি জামায়াতে ইসলামের নেতা কর্মীদের নজরে আসলে তারা শুক্রবার সকালে ওই রাস্তার বিভিন্ন স্থানে জলাবদ্ধ সৃষ্টি হয়েছে। ইট বালু দিয়ে ওই রাস্তা সংস্কার করে মানুষের জন্য চলাচলের উপযোগী করে তুলেন। এখন এলাকার মানুষ চলাচল করতে পেরে অনেক খুশি।
ওই এলাকার মিলন হোসেন জানান, দীর্ঘদিন যাবত এই রাস্তায় খনাখন্দে ভরা ছিল বিভিন্ন লোকজনের সাথে কথা বললেও তারা কোন কাজ করেনি। জামায়াতে ইসলামী নেতা কর্মীরা ভালো উদ্যোগ নিয়ে রাস্তার কাজটি করেছে আসলে খুব সুন্দর কাজ করেছে। জনগণের উপকারে আসবে এখন রাস্তায় চলাচল করতে পারবে সাধারণ মানুষ।
কালিয়াকৈর পৌরসভার জামায়াতে ইসলামের ওলামা বিভাগের সাধারণ সম্পাদক মাওলানা মোস্তাফা কামাল জানান, অনেকদিন যাবত রাস্তাটি জলাবদ্ধতা ছিল মানুষ চলাচলে অনুপযোগী হয়েছিল। জামায়াতে ইসলামের নেতা কর্মীদের নজরে আসলে সকালে রাস্তাটি সংস্কার করে দেওয়া হয়। রাস্তাটি জনগণের চলাচলের উপযোগী করে তুলা হয়েছে।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.