গাজীপুরে গত কয়েকদিনে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ করে শ্রমিকরা এতে শিল্প প্রতিষ্ঠানে নিরাপত্তার জন্য অনেক কারখানা বন্ধ ঘোষনা করা হয়। এদিকে শিল্প প্রতিষ্ঠান গুলোতে নিরাপত্তা জোরদারে শ্রমিকদরে কাজে যোগদানে সহায়তা করছে থানা পুলিশের পাশাপাশি শিল্প পুলিশসহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
গত কয়েকদিনে পোষাক শিল্পের পাশাপাশি ঔষধ তৈরি কারখানা গুলো বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করে শ্রমিকরা। অপরদিকে আন্দোলনরত শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রাখে। এসময় পুলিশ কারখানার মালিক পক্ষের সাথে কথা বলে শ্রমিকদের কাজে যোগদান করায়। এদিকে ১ সেপ্টেম্বর থেকে উপজলোর ট্রান্সকম বেভারেজ কোমল পানিয় তৈরি কারখানায় ২০ দফা দাবিতে কর্মবিরতি রেখে আন্দোলন করতে থাতে। এদিকে গত তিন দিনেও শ্রমিকদের দাবি নিয়ে সুরাহা না হওয়ায় অবশেষে পুলিশে ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে বুধবার মধ্যরাতে শ্রমিকরা কর্ম বিরতি তুলে নিয়ে বৃহস্পতিবার সকালে কাজে যোগদান করে। এদিকে থানা পুলিশ, জেরা পুলিশ ও শিল্প পুলিশের সহায়তায় শ্রমিকদের সকল দাবি দাওয়া মেনে নেয় কারখানা কতৃপক্ষ।
এ সময় উপস্থিত ছিলেন, গাজীপুর পুলিশ সুপার আবুল কালাম আযাদ, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান, সিনিয়র সহকারি পুলিশ সুপার আজমীর হোসেন, কালিয়াকৈর থানা অফিসার্স ইনচার্জ ও শিল্প পুলিশের অফিসার্স ইনচার্জসহ প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ।