গণ অধিকার পরিষদ দলের নিবন্ধন পাওয়ায় কালিয়াকৈরে আনন্দ মিছিল
নতুন রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ দলের নিবন্ধন পাওয়ায় গাজীপুরের কালিয়াকৈর বাসস্ট্যান্ড এলাকার মঙ্গলবার বিকালে আনন্দ মিছিল করেছে উপজেলা গণ অধিকার পরিষদ দলের নেতাকর্মীরা। গতকাল সোমবার ঢাকা নির্বাচন কমিশন অফিস থেকে দলটির নিবন্ধন (ট্রাক প্রতিক) পাওয়ার পর এ আয়োজন করা হয়।
গণ অধিকার পরিষদ দলের কালিয়াকৈর উপজেলা শাখার আহব্বায়ক সাইদুর রহমান বিপ্লব এর সভাপতিত্বে অনুষ্ঠিত আনন্দ মিছিলে প্রধান অথিতি হিসেবে উপস্থিত সংক্ষিপ্ত বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি পাঠান আজহার, উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব দুলাল আহম্মেদ, উপজেলা যুব অধিকার পরিষদের আহব্বায়ক সাহেদ মেরাজ, উপজেলা ছাত্র অধিকার পরিষদের আহব্বায়ক রিফাত হোসেন প্রমূখ। এসময় আরো উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
গণ অধিকার পরিষদের নিবন্ধন পাওয়ায় আনন্দ মিছিল টি কালিয়াকৈর বাইপাস এলাকার ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন দিক পদক্ষিন করে কালিয়াকৈর ট্রাক স্ট্যান্ডে এসে শেষ হয়।