২১ দফা দাবি আদায়ে স্কয়ার ও এপেক্স ফার্মার শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ
২১ দফা দাবি আদায়ে গাজীপুরের কালিয়াকৈরে স্কয়ার ফার্মাসিউটিক্যাল ও এপেক্স ফার্মা নামে দুটি ঔষধ তৈরি কারখানায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিক ও কর্মচারীরা। এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা টায়ার ও ময়লা আবর্জনায় আগুন ধরিয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখে। এতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহণ চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের আশ্বাস দিলে ৪ ঘন্টা পর সকাল সাড়ে নয়টার দিকে মহাসড়ক ছেড়ে দেয় শ্রমিকরা।
এ সময় মহাসড়কের দুই পাশেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পরে যাত্রীরা। অপরদিকে পল্লীবিদ্যুত হরিনহাটি এলাকায় এপেক্স ফার্মার শ্রমিকরা সকাল সাতটার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। এর কিছুক্ষন পরেই খবর পেয়ে সেনাবাহিনী এসে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সড়িয়ে দিয়ে যানচলাচল স্বাভাবিক করে।
কারখানার শ্রমিক ও পুলিশ সূত্র জানায়, শনিবার (৩১ আগস্ট) ভোর ৫ টার দিকে উপজেলার সীমান্তবর্তী সূত্রাপুর ইউনিয়নের বোর্ডঘর এলাকায় স্কয়ার ফার্মাসিউটিক্যালসের কারখানার শ্রমিকরা জড়ো হয়। পরে কারখানার প্রধান ফটক বন্ধ করে ২১ দফা দাবি জানিয়ে বিক্ষোভ করেন। এসময় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দুই পাশে প্রায় ৭ কিলোমিটার এলাকায় দীর্ঘ ৪ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। এসময় ভোগান্তিতে পড়ে দুরপাল্লার যাত্রীসহ বিভিন্ন কল কারখানার শ্রমিক বহনকারী যানবাহন গুলো। পড়ে সাড়ে নয়টার দিকে সেনাবাহিনী ও শিল্প পুলিশ এসে ঘটনাস্থলে মহাসড়কে থেকে সড়িয়ে দিয়ে। পরে স্কয়ার কারখানার এমডি উরন্ত হ্যালিপেটে করে কারখানায় আসে। পরে শ্রমিক প্রতিনিধি ও সেনাবাহিনীর সাথে ২১ দফা দাবির বিষয়ে কথা বলে সমাধান দিতে দেরি হওয়ায় ফের বিকাল চারটার দিকে মহাসড়ক অবরোধ করার চেষ্টা করে।
শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে কারখানা কর্তৃপক্ষ তাদের বেতন ভাতাসহ বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে বৈষম্য করে আসছে। এসব বৈষম্যের প্রতিবাদে এবং ২১ দফা দাবিতে তারা আন্দোলন কর্মসূচির ঘোষণা দেন। পূর্ব ঘোষণা অনুযায়ী, শনিবার ভোর থেকেই শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার সামনে অবস্থান নিতে থাকেন।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক নিতাই চন্দ্র সরকার জানান, ২১ দফা দাবি জানিয়ে সকাল থেকে বিক্ষোভ করেন শ্রমিকরা। শ্রমিকরা দুই-আড়াই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। তবে সকাল ১০টার পর থেকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।