কালিয়াকৈরে জমির বিরোধকে কেন্দ্র করে মন্দির ভাঙচুর, মহাসড়ক অবরোধ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারের জেনারেল রোড রঙ্গারটেক এলাকায় শুক্রবার সকালে জমি সক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মন্দিরের টিন সেট ঘর ভাংচুর করেছে প্রতিপক্ষরা। এসময় এলাকাবাসী ভাংচুরের সময় দাওয়াদিলে প্রতিপক্ষরা পালিয়ে যাওয়ার সময় একজনকে আটক করে এলাকাবাসী। পরে উত্তম মাধ্যম দিয়ে আটককৃত ব্যক্তিকে পুলিশে সৌপর্দ করে।
এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে হিন্দু সম্প্রদায়ের দুই শতাধিক লোক লাঠিশোটা নিয়ে টিনশেড ভাংচুরের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এসময় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই এক ঘন্টা যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভ কারিরা মহাসড়ক থেকে সড়ে গিয়ে মন্দিরের সামনে অবস্থান নেয়।
হিন্দু সম্প্র্রদায়ের লোকজন ও এলাকাবাসীরা জানান, উপজেলার সফিপুরের রঙ্গারটেক এলাকার প্রায় ৪০ বছর ধরে সফিপুর সার্বজনিন শ্মসানঘাট ও রাধাগবিন্দ লোকনাথ নাট মন্দির রয়েছে। সেই নাট মন্দিরের ভিতরে জমি দাবী করে লেবু মিয়া ওরফে লেবু কন্টেকটার ওই মন্দিরের জমি ক্রয় করে দীর্ঘদিন ধরে দখল করার চেষ্টা করে। কিন্তুু মন্দির থাকায় জমিটি দখলে যেতে পারেনি লেবু মিয়া। শুক্রবার সকালে লেবু মিয়া মন্দিরের প্রাচির ভেঙ্গে অনাধিকারভাবে ৫০ থেকে ৬০ জন লোক নিয়ে মন্দিরের ভিতরের দাবিকৃত চার শতাংশ জমি দখল করতে যান। এসময় লেবুর নেতৃত্বে লোকজন হামলা চালিয়ে নাটমন্দিরের টিনের সেটটি ভাংচুর করে।
এ সময় হিন্দু সম্প্রদায়ের লোকজন বেরিয়ে এসে তাদের প্রতিহত করার চেষ্টা করলে হামলাকারীরা তাদের উপরও হামলা চালায়। এতে কমপক্ষে ১০জন আহত হয়েছে। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় হিন্দু সম্প্রদায়ের লোকজন তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এসময় মুরাদ হোসেন নামের এক হামলাকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এদিকে নাট মন্দিরের টনের সেট ভাঙ্গার প্রতিবাদে দুই শতাধিক হিন্দু সম্প্রদায়ের লোকজন সফিপুর বাজার এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। মহাসড়ক অবরোধের ফলে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এঘটনায় দায়িত্বরত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরির্দশন করেছেন।
সফিপুর সার্বজনিন শ্মসানঘাট ও রাধাগবিন্দ লোকনাথ নাট মন্দিরের আহ্বায়ক কৌশিক অধিকারী বলেন, লেবু মিয়া নামের এক ব্যাক্তি দীর্ঘদিন ধরে মন্দিরের জমিটি দখল করার পায়তারা করে আসছে। শুক্রবার সকালে ৫০ থেকে ৬০ জন সন্ত্রাসী বাহিনী নিয়ে হামলা চালিয়ে আমাদের নাট মন্দির ভাংচুর করে। এসময়ে বাধা দিতে গেলে তারা আমাদের লোকজনের উপর হামলা চালিয়ে আহত করে।
এ ব্যাপারে অভিযুক্ত লেবু মিয়ার মোবাইল নাম্বারে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। তার মোবাইল ফোনে একটি ক্ষুদে বার্তা দিলে রাখলেও কোন উত্তর পাওয়া যায়নি।
কালিয়াকৈর থানার ওসি অপারেশন যুবায়ের হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। এছাড়া আটকে রাখা মুরাদ নামের একজনকে থানায় নিয়ে আসা হয়েছে। এঘটনায় এখনো লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।