কালিয়াকৈরে অজ্ঞতানামা ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের লতিফপুর ঘাটাখালি ব্রীজ এলাকা থেকে বুধবার সন্ধ্যায় অজ্ঞাতনামা (৩৮) ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক নিহতের পরিচয় পাওয়া যায়নি। চারদিন আগে মৃত্যু হতে পারে বলে ধারণা করছেন পুলিশ। নিহতের পরনে কালো ফুল হাতা টি শার্ট ও পরনে সাদা চেক লুঙ্গি।
স্থানীয়রা ও পুলিশ সূত্র জানায়, বুধবার বিকালে ব্রিজের নিচে ছাগল চরাতে গিয়ে অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত লাশ দেখতে পায়। এছাড়াও কয়েকদিন ধরে অনেক দুর্গন্ধ ছড়াচ্ছিল। পরে বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
মৃত্যুর কারণ এখনো জানা যায়নি ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ যানা যাবে বলে জানিয়েছেন কালিয়াকৈর থানার ওসি এ এফ এম নাসিম। তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা হচ্ছে তিনদিন আগে মৃত্যু হতে পারে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনা আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।