কালিয়াকৈর
গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতির ইন্তেকাল
গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম গত শুক্রবার রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৮ বছর মরহুম রফিকুল ইসলাম হলেন কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের গজাড়িয়া কাঞ্চনপুর গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে। তিনি গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিজয়ী হয়ে সভাপতির দায়িত্বে ছিলেন। পরিবারের ছয় ভাই বোনের মধ্যে এ্যাডভোকেট রফিকুল ইসলাম ছিলেন সবার ছোট। তিনি প্রায় ৪০ বছর ধরে আইন পেশায় নিয়োজিত ছিলেন।
তিনি জেলা আইনজীবী সমিতির ২০০৪ ও ২০২৪ সালে সভাপতি নির্বাচিত হন। মৃত্যুও সময় স্ত্রী ও দুই সন্তানসহ অনেক আত্বীয়স্বজন রেখে গেছেন। পরে শনিবার যোহরের নামাজের পর মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।