কালিয়াকৈরে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ছাত্র ও জনতার বিক্ষোভ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ছাত্র ও জনতার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা মডেল মসজিদের সামনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরে বিক্ষোভ মিছিলটি কালিয়াকৈর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিলে ছাত্র ও জনতা স্লোগানে স্লোগানে জানান, ভারত কখনোই বাংলাদেশের প্রকৃত বন্ধু হতে পারে না। বরং, তারা সবসময় নিজেদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে। এ সম্পর্কের কারণে বাংলাদেশকে নানান সমস্যার মুখোমুখি হতে হয়েছে বলে তারা অভিযোগ করেন।
ছাত্র নেতারা আরও অভিযোগ করেন, ভারত বাংলাদেশে রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা করছে। তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে পুনরায় ক্ষমতায় আনার ষড়যন্ত্র করছে বলে দাবি করেন।
আগামীকাল শুক্রবার জুমার নামাজের পর পুনরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজনের ঘোষণা দেন আন্দোলনকারীরা। এছাড়াও, তারা বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য সকল ছাত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন।