কালিয়াকৈরে বসুন্ধরা মিডিয়া গ্রুপ অফিসে ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন
বসুন্ধরা মিডিয়া গ্রুপের দৈনিক কালের কন্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, বাংলা নিউজ টুয়েন্টিফোর, ক্যাপিটেল এফএম, টি স্পোর্টস ও নিউজ টুয়েন্টিফোর অফিসসহ দেশের বিভিন্ন গণমাধ্যমকর্মী ও প্রতিষ্ঠানের উপর হামলা ও ভাংচুরের প্রতিবাদ ও জরিতদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় মঙ্গলবার বিকালে কালিয়াকৈর উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের আয়োজনে ও কালের কন্ঠের নিজস্ব প্রতিবেদক শরীফ আহম্মেদ শামীমের সভাপতিত্বে মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন কালিয়াকৈর প্রেসক্লাবের নির্বাহী সভাপতি যুগান্তর প্রতিনিধি সরকার আব্দুল আলীম, সহ সভাপতি ও সমকাল প্রতিনিধি এম তুষারী, প্রথম আলোর জেলা প্রতিনিধি মাসুদ রানা, মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি ফারদিন ফেরদৌস, কালের কন্ঠের উপজেলা প্রতিনিধি মাহবুব হাসান মেহেদী প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন মোহনা টিভির প্রতিনিধি আলহাজ্ব হোসেন, দৈনিক মুক্ত সংবাদের প্রতিনিধি পুনম শাহরীয়ার ঋতুসহ উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, ফ্যাসিষ্ট সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার বিজয়ের বর্তমান অন্তবর্তী কালিন সরকারকে প্রশ্নবিদ্ধ করতে এক শ্রেনীর কুচক্রী দুধস্কৃতিকারী এ ধরনের হামরা ভাংচুরের ঘটনা ঘটাচ্ছে যা দেশের গন্যমাধ্যমের স্বাধীনতা হননের চেষ্টা করছে। যখনই দেশে অস্তিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয় তখন সংবাদ সংগ্রহ করতে গিয়ে অনেক গণমাধ্যমকর্মী আহত হন ওহেনস্থার শিকার হোন। এসময় সকল গণমাধ্যমকর্মীদের আরো দায়িত্বশীল হয়ে সংবাদ সংগ্রহের আহব্বান জানান। অতিলম্বে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবী জানান বক্তারা।
উল্লেখ্য; গত ১৯ আগষ্ট দুপুরে বসুন্ধরা গ্রুপে মিডিয়া অফিসে দুপুরে দুধষ্কৃতিকারীরা হামলা চালিয়ে মালামাল ভাংচুর করে।