কালিয়াকৈর

কালিয়াকৈরে বিএনপির শান্তি সমাবেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর বিশৃঙ্খলা ও অরাজগতা এরাতে গাজীপুরের কালিয়াকৈরে শান্তি সমাবেশ করেছে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকালে উপজেলার সফিপুর বাজারে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। অপরদিকে একই দিনে সকালে মৌচাক ইউনিয়ন অফিসের সামনে শান্তি সমাবেশ করেছে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান।

Image

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও পৌর মেয়র মজিবুর রহমানের সভাপতিত্বে এসময় শান্তি সমাবেশে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি সাইজুদ্দিন, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর আহাদ আলী, সারোয়ার হোসেন আকুল, রেজাউল ইসলাম রিয়াজ প্রমুখ।

Image

এসময় বক্তারা বলেন, নেতাকর্মীদের নিজ নিজ এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষে এক সাথে মিলে মিশে কাজ করতে হবে। কোনভাবেই সংখ্যালঘু সমপ্রদায়ের নিরাপত্তা যেন বিঘ্নিত নাহয় সেই লক্ষে সজাগ থাকার আহবান জানান। কোন হাইব্রীড এবং অতিউৎসাহী দলে প্রবেশ করে যেন বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। তাছাড়া সংঘাত সহিংসতা এড়িয়ে এলাকার শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Image

বক্তারা আরো বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকারের পতনের বিএনপির দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য আ’লীগের কর্মীরা বিভিন্ন স্থানে হামলা লুটপাট ও সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে রাতের আধারে সেইদিকে খেয়াল রাখতে হবে। দলের নেতাকর্মীদের প্রতি সজাগ থাকার আহবান করেন। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Author

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker