কালিয়াকৈর

কালিয়াকৈরে আন্দোলনকারীদের হামলায় এক পুলিশ আহত

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে সারা দেশের ন্যায় গাজীপুরের কালিয়াকৈরে জুমার নামাজের পর আন্দোলনকারীরা গনমিছিল করতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর বাজার, পল্লীবিদ্যুৎ, আনসার একাডমীর ৩ নং গেইট, কালিয়াকৈর বাজার এলাকায় মিছিল বের করে।

Image

এ সময় আন্দোলনকারীরা ভুয়া ভুয়া বলে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। মহাসড়ক অবরোধের ফলে সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। এদিকে বিকেল ৩টার দিকে উপজেলার রুপনগর এলাকায় টিএসআই হাফিজুর রহমান নামে এক পুলিশ আন্দোলনকারীদের মিছিলের ছবি তুলতে গেলে তাকে ধাওয়া করে এবং হামলা চালিয়ে আহত করে।

Image

মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল আলম বলেন, জুমার নামাজের পর মুসল্লিসহ ছাত্ররা মিছিল বের করে। তারা শান্তিপুর্নভাবে মিছিল করে। কোনপ্রকার নাশকতা এড়াতে আমরা পাশেই অবস্থান করেছি। তবে বিকেলের দিকে ট্রাফিকের এক পুলিশের উপর আন্দোলনকারীরা হামলা করেছে বলে শুনেছি।

Author

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker