গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী পশ্চিম পাড়া এলাকা বৃহস্পতিবার দুপুরে থেকে স্বপ্না রানী চক্রবর্তী (২৭) নামের গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই গৃহবধু হলেন একই এলাকার সুর্বত চক্রবর্তীর স্ত্রী। সে সাত মাসের অন্তঃসত্তা ছিলেন।
স্থানীয়রা ও পুলিশ সূত্র জানায়, স্বাপ্না রানী চক্রবর্তীর দুই সন্তান থাকায় তার শারীরিক অবস্থা তেমন ভালো ছিলেন। কিছুটা রোগ আক্রান্ত ছিলেন। দীর্ঘদিন যাবত নানা অসুখে ভুগছিলেন। এরমধ্যে আবার সাত মাসের অন্তঃসত্তা হয়ে পড়ে। অন্তঃসত্তার পর থেকেই মানসিক ভাবে ভারসাম্যহীন হয়ে পড়লে বৃহস্পতিবার সকাল নয়টার পর সকাল সাড়ে এগারোটার পর্যন্ত যে কোন সময় ঘরের দরজা বন্ধ করে ঘরের আড়ার সাথে গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করে। পরে বিষয়টি পুলিশকে জানালে দুপুর দুইটার দিকে ঘটনাস্থল থেকে ঘরের দরজা ভেঙ্গে ওই গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
কালিয়াকৈর থানার এস আই আবুল কালাম আজাদ বলেন, স্বপ্না রানী দীর্ঘদিন যাবত নানা রোগে ভোগছিলেন দুই সন্তান থাকার পর আবার সন্তান গর্ভধারন করায় আত্মহত্যা করেছে। নিহতের মাকে খবর দেয়া হয়েছে। তিনি আসলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।