গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড় কাঞ্চনপুর এলাকায় মাওনা আঞ্চলিক সড়কে ট্রাক ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে মফিজ উদ্দিন (৬০) নামের বৃদ্ধ নিহত হয়েছেন।
বুধবার (৩১ জুলাই) ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার কালিয়াকৈর টু মাওনা আঞ্চলিক সড়কের চাপাইর বড় কাঞ্চনপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই অটোরিকশা চালক নিহত হন।
নিহত ওই ব্যক্তি হলেন উপজেলার চাপাইর ইউনিয়নের রশিদপুর গ্রামের মৃত কাজিমুদ্দিনের ছেলে। সে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
স্থানীয়রা ও পুলিশ সূত্র জানায়, ভোর সাড়ে পাঁচটার দিকে রশিদপুর নিজ বাড়ি থেকে অটোরিকশা নিয়ে কালিয়াকৈর বাজারের দিকে যাচ্ছিলেন মফিজ উদ্দিন এসময় মাওনা থেকে আসা টাইলস ভর্তি (ঢাকা মেট্রো ট-১৮-৫১৮০) ট্রাক সামনে থেকে চাপা দিলে ঘটনাস্থলেই ওই অটোরিকশা চালকের মৃত্যু ঘটে। এসময় ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় চালক পলাতক রয়েছেন।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়।
কালিয়াকৈর থানার এসআই রফিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে। নিহতের পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।